Raj Chakraborty's New Series

নৈহাটিতে রমরমিয়ে নারীপাচার চক্র! খবর পেয়েই উপস্থিত বিধায়ক রাজ, ঘটনাস্থলে আর কে কে?

খবর, বিধায়ক-পরিচালকের সঙ্গে নাকি এক অভিনেতাকেও দেখা গিয়েছে সেখানে। রাজ বিষয়টি নিজ দায়িত্বে দেখছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৭:০৬
Share:

সিরিজ় নিয়ে ফিরছেন রাজ চক্রবর্তী। ছবি: ফেসবুক।

‘হোক কলরব’ ছবির শুটিং শেষ। কয়েক দিন বিশ্রাম নিয়েই রাজ চক্রবর্তী ফের ময়দানে। নতুন বছরে বিধানসভা নির্বাচন। খবর, তার আগে ভাবমূর্তি উজ্জ্বল করতে দুষ্কৃতীদমনে বিধায়ক-পরিচালক নিজেই নেমে পড়েছেন।

Advertisement

মফস্‌সলে নারীপাচার চক্রের খবর পেতেই নড়েচড়ে বসেছেন রাজ। নিজেই নাকি গিয়ে উপস্থিত সেখানে। গুঞ্জন, দুষ্কৃতীদের হদিস করতেই ঝুঁকি নিয়ে গিয়েছেন তিনি। হাতেনাতে ধরতে পারলেই কড়া শাস্তি!

এ বার প্রকৃত ঘটনা। যা রটেছে সবটাই ঘটছে পর্দায়। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, সিরিজ় ‘আবার প্রলয় ২’-এর শুটিং শুরু করবেন পরিচালক। সোমবার তার মহরত ছিল। মঙ্গলবার থেকে ব্যারাকপুর- নৈহাটিতে সিরিজ়ের শুটিং শুরু হয়েছে। খবর, ‘আবার প্রলয়’ সিরিজ়ের অধিকাংশ অভিনেতাই নাকি থাকছেন। যেমন, শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, সৌরসেনী মৈত্র, পরান বন্দ্যোপাধ্যায়। আরও খবর, আগের সিরিজ়ে সুন্দরবনে নারীপাচার চক্রের গল্প উঠে এসেছিল। এ বারেও নাকি সেই কাণ্ডের বর্ধিত রূপ দেখাতে চলেছেন রাজ। ক্যামেরার দায়িত্বে মানস গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement

রাজের প্রথম সিরিজ়ে অভিনয় করে পর্দায় পা রেখেছিলেন সাংসদ-অভিনেতা পার্থ ভৌমিক। তিনি থাকছেন? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল রাজের সঙ্গে। তাঁর কথায়, “‘করালী’ না থাকলে আমার সিরিজ় সম্পূর্ণ হবে না। ফলে, পার্থদা থাকছেন। আর থাকবে রোহন ভট্টাচার্য এবং এই প্রজন্মের একঝাঁক নতুন অভিনেতা-অভিনেত্রী।”

গত বার কৌশানী মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদেশি অভিনেত্রী আলেকজ়ান্দ্রা টেলর, গৌরব চক্রবর্তীকে এনে রাজ চমকে দিয়েছিলেন দর্শকদের। এ বার তেমন চমক কী? শুটিংয়ে ফের ডাক পড়তেই রাজ আবার ব্যস্ত। জানালেন, ঠিক সময়ে সব খবর জানতে পারবেন সবাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement