Entertainment news

আমার জীবনে নারীর প্রভাবই বেশি: শাহরুখ

‘‘তুমি সুন্দর, কারণ তুমি মেয়ের মতো লড়াই করো...।’’ একটি অনুষ্ঠানে মেয়েদের জন্য নিজের লেখা এই কবিতা পড়লেন শাহরুখ খান। আরও এক বার বুঝিয়ে দিলেন, কেন তাঁর জন্য এখনও মেয়েদের কুছ কুছ হোতা হ্যায়। অনুষ্ঠানটি ছিল গুঞ্জন জৈন-এর লেখা প্রথম বই প্রকাশের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০৩:৩৫
Share:

‘‘তুমি সুন্দর, কারণ তুমি মেয়ের মতো লড়াই করো...।’’ একটি অনুষ্ঠানে মেয়েদের জন্য নিজের লেখা এই কবিতা পড়লেন শাহরুখ খান। আরও এক বার বুঝিয়ে দিলেন, কেন তাঁর জন্য এখনও মেয়েদের কুছ কুছ হোতা হ্যায়। অনুষ্ঠানটি ছিল গুঞ্জন জৈন-এর লেখা প্রথম বই প্রকাশের। এই বইটিতে বিভিন্ন ক্ষেত্রের সফল ২৪ জন নারীর কথা বলা হয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে শাহরুখ বলেন, তাঁর জীবনের আগাগোড়াই মহিলাময়। জীবনের ছাঁচটাই গড়ে দিয়েছেন মহিলারা। প্রথমে ঠাকুমা, এখন মেয়ে। আর এই দুইয়ের মাঝে স্ত্রী, পাড়ার মাসি-পিসি, দিদি আর তাঁর ছবির নায়িকারা। বাদ যাননি সেই সব মহিলা পরিচালক যাঁদের সঙ্গে তিনি কাজ করেছেন। বলেন, ‘‘আমি আজ যা হয়েছি তার একশো শতাংশই মহিলাদের অবদান। ওঁদের বাদ দিয়ে আমি এর অর্ধেক কৃতিত্বও অর্জন করতে পারতাম না।’’ তাঁর জীবনের সেই সব মহিলাকে নিয়ে একটি বই লেখার ইচ্ছার কথাও জানিয়ে দিলেন বলিউড বাদশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement