Football World Cup

মেসি ফেভারিট, আর্জেন্তিনাকে সাপোর্ট করব

ছোটবেলায় স্পোর্টস নিয়ে খুবই ইন্টারেস্ট ছিল। কিন্তু এখন তো শুটিংয়ের জন্য টেলিভিশন প্রায় দেখাই হয় না। তাই সে ভাবে আলাদা কোনও প্ল্যান করিনি।

Advertisement

রাজদীপ গুপ্ত

শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ১৪:৩০
Share:

আজ একটা বিশেষ দিন। চার বছরের অপেক্ষার পর শুরু হতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ। অনেকে হয়তো প্ল্যান করে ফেলেছেন, কাজের অবসরে কখন কোন ম্যাচটা দেখবেন। আমার এখনও সে ভাবে প্ল্যান হয়নি, জানেন। তার অবশ্য একটা কারণও রয়েছে।

Advertisement

ছোটবেলায় স্পোর্টস নিয়ে খুবই ইন্টারেস্ট ছিল। কিন্তু এখন তো শুটিংয়ের জন্য টেলিভিশন প্রায় দেখাই হয় না। তাই সে ভাবে আলাদা কোনও প্ল্যান করিনি।

ছোটবেলায় বাবার দিকের সবাই ব্রাজিল ছিল। আর মা, মামারা, মামারবাড়ির সবাই আর্জেন্তিনা। মারাদোনার বড় একটা পোস্টার ছিল মামারবাড়িতে। সেটা দেখেই আমার বড় হয়ে ওঠা। তবে এখন একটা মজার ব্যাপার হয়েছে আমার। যে প্লেয়ার কারেন্ট ফেভারিট থাকে তাঁকে, মানে তাঁর দলকেই সাপোর্ট করি।

Advertisement

আরও পড়ুন, দেশের প্রতি দায় নেই কে বলল? পাল্টা তোপ মেসির

এ বারের ফেভারিট মেসি। তাই আর্জেন্তিনাকেই সাপোর্ট করব। হয় কোনও বন্ধুর বাড়ি, না হলে কোনও ক্যাফেটেরিয়ায় বসে বন্ধুদের সঙ্গে খেলা দেখব ভাবছি। রাতের দিকের খেলাগুলো বাড়িতেও দেখা যাবে। তবে একা একা খেলা দেখার কোনও মজা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement