গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
‘বিগ বস্’-এর ঘরে এ বার ডব্লুডব্লুই তারকা ‘দ্য আন্ডারটেকার’-এর প্রবেশ? এমনই খবর সূত্রের। এই সম্ভাবনা প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত সলমন খান ও ডব্লুডব্লুই অনুরাগীরা। আগামী ২৪ অগস্ট থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’। সম্প্রচার শুরু হওয়ার আগেই তারকার প্রবেশের গুঞ্জন।
একাধিক প্রতিবেদন সূত্রে খবর, ‘দ্য আন্ডারটেকার’ এই অনুষ্ঠানের পরের দিকে ‘ওয়াইল্ডকার্ড’-এ প্রবেশ করবেন। নভেম্বর নাগাদ তাঁকে দেখা যেতে পারে অনুষ্ঠানে। শুধু তিনিই নন, শোনা যাচ্ছে তাঁর সঙ্গে সলমনের অনুষ্ঠানে প্রবেশ করতে পারেন মাইক টাইসনও। জল্পনা সত্যি হলে, ২০২৫ সালের বিনোদন জগতের অন্যতম বড় চমক হবে এটি। ১৯৯০ সালে ডব্লুডব্লুই-র সঙ্গে পথচলা শুরু হয় মার্ক কালাওয়ে ওরফে ‘দ্য আন্ডারটেকার’-এর। ক্রীড়জগতের ইতিহাসে তিনি কিংবদন্তি। প্রায় তিন দশক ধরে কুস্তির দুনিয়ায় রাজত্ব করেছেন তিনি, রয়েছে একাধিক খেতাবও।
শোনা যাচ্ছে, সলমন খান অনুষ্ঠানের এই সিজ়নের জন্য প্রায় ১২০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। প্রতি সপ্তাহের জন্য ৮-১০ কোটি টাকা নিচ্ছেন সলমন, খবর এমনই। অনুষ্ঠান চলবে টানা ১৫ সপ্তাহ। নতুন মরসুমের প্রতি পর্ব প্রথমে দেখা যাবে ওটিটি-তে। এর দেড় ঘণ্টা পর সম্প্রচারিত হবে চ্যানেলে।