অনয়া বঙ্গার। ছবি: এক্স।
এ বার ‘বিগ বস্’এ দেখা যাবে অনয়া বঙ্গারকে। রূপান্তরিত ক্রীড়াবিদ হিসাবে রিয়্যালিটি শোয়ে যোগ দেবেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার সঞ্জয় বঙ্গারের কন্যা। লিঙ্গ পরিবর্তনের পর থেকে নানা কটাক্ষ, কুপ্রস্তাব সহ্য করতে হয়েছে অনয়াকে। ক্রিকেটের ২২ গজ ছেড়ে এ বার তিনি নামছেন ‘বিগ বস্’এর লড়াইয়ে।
১০ মাসের প্রক্রিয়া শেষে আরিয়ান থেকে অনয়া হয়েছেন। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে নিজের নতুন পরিচিতি তৈরি করতে পেরেছেন ২৪ বছরের অনয়া। লিঙ্গ পরিবর্তনের সময় থেকে নানা সমস্যার মোকাবিলা করতে হয়েছে তাঁকে। ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচের সন্তানের অভিযোগ, এক সময় তাঁকে নগ্ন ছবি পাঠাতেন বিভিন্ন ক্রিকেটার। কেউ কেউ কুপ্রস্তাবও দিতেন। লিঙ্গ পরিবর্তনের ফলে ক্রিকেট থেকে নির্বাসিত অনয়া।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ অগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘বিগ বস্’এ দেখা যাবে অনয়াকে। সমাজমাধ্যমের পরিচিত মুখ হিসাবে তাঁকে বেছে নেওয়া হয়েছে। তিনি যোগ দিলে ‘বিগ বস্’ আলাদা মাত্রা পাবে বলে মনে করছেন নির্মাতারা। নতুন চ্যালেঞ্জ সামলাতে হবে অনয়াকে।
পেশাগত কারণে বর্তমানে ইংল্যান্ডে থাকেন অনয়া। বাবার মতোই ক্রিকেটার হতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটার। খেলেছেন মুম্বইয়ের ইসলাম জিমখানার হয়ে। লেস্টারশায়ারের হিঙ্কলি ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন লিঙ্গ পরিবর্তনের আগে। ভারতীয় দলের অন্যতম সদস্য সরফরাজ খানের ঘনিষ্ঠ বন্ধু অনয়া। লিঙ্গ পরিবর্তনের পরও তাঁদের বন্ধুত্ব আগের মতোই রয়েছে।
২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানায়, রূপান্তরিতদের মহিলা ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। তাই আপাতত ক্রিকেট থেকে দূরে থাকতেই হচ্ছে তাঁকে।