Asia Cup 2025

পাকিস্তানের এশিয়া কাপের দল ঘোষিত, জায়গা হল না দুই তারকার, ১৭ জনের দলে কারা, নেতৃত্বে কে?

দুই প্রাক্তন অধিনায়ককে বাদ রেখেই এশিয়া কাপের দল বেছে নিল পাকিস্তান। সলমন আলি আঘার নেতৃত্বাধীন ১৭ জনের দলে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৩:২৮
Share:

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা পাননি দুই প্রাক্তন অধিনায়ক বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ান। এশিয়া কাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সলমন আলি আঘা। একই দল খেলবে এশিয়া কাপের আগে ত্রিদেশী সিরিজ়েও। ওই প্রতিযোগিতার বাকি দু’দল আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহি।

Advertisement

এ বারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বেশ কিছু দিন ধরেই পাকিস্তানের ২০ ওভারের ক্রিকেটের দলে জায়গা হচ্ছে না দুই প্রাক্তন অধিনায়কের। সেই মতোই এশিয়া কাপের জন্য বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ানকে বিবেচনা করেননি পাকিস্তানের নির্বাচকেরা। তবে দলে জায়গা পেয়েছেন দুই অভিজ্ঞ বোলার শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ। ফখর জামান, খুশদিল শাহের মতো ব্যাটারেরা রয়েছেন দলে। উইকেটরক্ষক হিসাবে রয়েছেন মহম্মদ হ্যারিস। নেতৃত্বে রাখা হয়েছে আঘাকেই। কোচ হিসাবে থাকবেন মাইক হেসন।

এশিয়া কাপে গ্রুপ ‘এ’তে রয়েছে পাকিস্তান। এই গ্রুপেই রয়েছে ভারত। বাকি দুই দল ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। ১২ সেপ্টেম্বর পাকিস্তানের প্রথম ম্যাচ ওমানের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর আঘাদের খেলতে হবে সূর্যকুমার যাদবের দলের বিরুদ্ধে। ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান।

Advertisement

পাকিস্তান দল: সলমন আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ়, হুসেইন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজ়াদা ফারহান, সাইম আয়ুব, সলমন মির্জ়া, শাহিন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মুকিম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement