Harry Singh

ইংল্যান্ডের মাটিতে সাফল্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের পুত্রের, ওয়ান ডে কাপে প্রথম অর্ধশতরান আরপি সিংহের ছেলে হ্যারির

২০২৪ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ান ডে কাপে অভিষেক হয়েছিল হ্যারি সিংহের। আগের ন’টা ম্যাচে ২১ বছরের ক্রিকেটারের সর্বোচ্চ রান ছিল ৩৩।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১২:৫৩
Share:

হ্যারি সিংহ। ছবি: এক্স।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে প্রথম অর্ধশতরান করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রুদ্র প্রতাপ সিংহের পুত্র হ্যারি সিংহ। ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ান ডে কাপে ৬১ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি। যদিও তাঁর দল সাসেক্সের কাছে ১ উইকেটে হেরে গিয়েছে।

Advertisement

দলের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন হ্যারি। অধিনায়ক মার্কাস হ্যারিসের সঙ্গে ৫১ রানের জুটি তৈরি করেন হ্যারি। তিনি ব্যাট করতে নামার সময় ল্যাঙ্কাশায়ারের রান ছিল ৩ উইকেটে ১৮৬। সেখান থেকে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন হ্যারি। তাঁর ৬১ বলের ইনিংসে রয়েছে ৫টা চার এবং ৪টে ছয়। ৪৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার। ২০২৪ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ান ডে কাপে অভিষেক হয়েছিল হ্যারির। আগের ন’টা ম্যাচে ২১ বছরের ক্রিকেটারের সর্বোচ্চ রান ছিল ৩৩। ম্যাচে ৬ ওভার বল করে উইকেট না পেলেও মাত্র ১৮ রান খরচ করেন তিনি।

ল্যাঙ্কাশায়ারের দুই ওপেনারও শুরুটা ভাল করেন। মাইকেল জোন্স এবং জর্জ বেল প্রথম উইকেটের জুটিতে তোলেন ১৫৭ রান। জোন্স করেন ৭৭ বলে ৮২। বেলের ব্যাট থেকে আসে ৭৪ বলে ৬৬ রান। হ্যারিস করেন ৪৭ বলে ৪৩। ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৮ রানে শেষ হয় ল্যাঙ্কাশায়ারের ইনিংস।

Advertisement

জবাবে ৪৯.৩ ওভারে ৯ উইকেটে ৩৪২ রান তুলে ম্যাচ জিতে নেন সাসেক্স। টম ক্লার্কের ১০৯ বলে ১৩৯ রান এবং টম হেইনেসের ১০১ বলে ৯০ রানের ইনিংসে ভর করে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় ছিনিয়ে নেয় সাসেক্স।

হ্যারির বাবা রুদ্র প্রতাপ ভারতের হয়ে দুটো এক দিনের ম্যাচ খেলেছেন। ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কপিল দেবের সঙ্গে বোলিং আক্রমণ শুরু করেছিলেন সেই দুটো ম্যাচে। তাঁর মেয়ে অঞ্জলি সিংহও ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement