La Liga

জয় দিয়ে লা লিগা শুরু বার্সেলোনার, ন’জনের মায়োরকার বিরুদ্ধে ফ্লিকের দলের জয় বিতর্ক মুক্ত হল না

চারটে প্রাক্‌ মরসুম প্রস্তুতি ম্যাচে ২০ গোল করা বার্সেলোনার জয় নিয়ে তেমন সংশয় ছিল না ফুটবলপ্রেমীদের। ন’জনের মায়োরকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় পেলেন লামিনে ইয়ামালেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১১:২৩
Share:

গোলের পর লামিনে ইয়ামালের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

ন’জনের মায়োরকাকে ৩-০ গোলে হারিয়ে লা লিগা অভিযান শুরু করল গত বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচের ২৩ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৩৯ মিনিটের মধ্যে মায়োরকার দু’জন ফুটবলার লাল কার্ড দেখেন। বার্সার এই সহজ জয়েও থাকল বিতর্কের ছোঁয়া।

Advertisement

চারটে প্রাক্‌ মরসুম প্রস্তুতি ম্যাচে ২০ গোল করা বার্সেলোনার জয় নিয়ে তেমন সংশয় ছিল না ফুটবলপ্রেমীদের। দাপটের সঙ্গেই শুরু করেন লামিনে ইয়ামাল, ফেরান তোরেসেরা। তাঁদের একের পর এক আক্রমণে চাপে ছিল মায়োরকার ডিফেন্স। ম্যাচের ৭ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ২৩ মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তোরেস। এই গোল নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। ইয়ামালের শট আটকাতে গিয়ে মাথায় চোট পেয়ে বক্সের মধ্যে পড়ে যান মায়োরকার অধিনায়ক আন্তোনিয়ো রাইলো। যন্ত্রণায় তিনি ছটফট করলেও খেলা থামাননি রেফারি। ফিরতি বলে শট নিয়ে গোল করেন তোরেস। এই গোলের পর প্রতিবাদে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন মায়োরকার মিডফিল্ডার মানু মোরলানেস। হলুদ কার্ড দেখেন তিনি। এর ১০ মিনিট পরেই ইয়ামালকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোরলানেসকে। এর ৬ মিনিটের মাথায় ম্যাচের ৩৯ মিনিটে মায়োরকা ন’জনের হয়ে যায়। লাল কার্ড দেখেন স্ট্রাইকার ভেদাত মুরিকি। বার্সেলোনার গোলরক্ষক গার্সিয়াকে ফাউল করেন তিনি। রেফারি তাঁকে প্রথম হলুদ কার্ড দেখান। পরে ভিএআর দেখার পর লাল কার্ড দেখান। মায়োরকার ১০৯ বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার লি লিগার প্রথম ম্যাচেই তাদের দুই ফুটবলারকে লাল কার্ড দেখতে হল। প্রথম বার এমন হয়েছিল ২৩ বছর আগে বার্সেলোনার বিরুদ্ধেই।

০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর খানিকটা গা জোয়ারি ফুটবল শুরু করেন মায়োরকার ফুটবলারেরা। তবে মায়োরকা ন’জনের হয়ে যাওয়ার পরও তৃতীয় গোলের জন্য ম্যাচের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে হ্যান্সি ফ্লিকের দলকে। গোলের বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন বার্সেলোনার ফুটবলারেরা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের ৪ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোল করেন ইয়ামাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement