Bollywood scoop

এক দশক কাজ করেও বলিউডে নড়বড়ে ইয়ামি গৌতম, ছবি পেতে স্বামীই ভরসা অভিনেত্রীর?

২০১২ সালে ‘ভিকি ডোনর’ ছবির মাধ্যমে পা রেখেছিলেন বলিউডে। তার পরে ‘কাবিল’, ‘বদলাপুর’-এর মতো ছবিতে কাজ করেছেন। ১০ বছর পরেও বলিউডে তেমন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি ইয়ামি গৌতম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৫:২০
Share:

ইয়ামি গৌতম-আদিত্য ধর। ছবি: সংগৃহীত।

২০১২ সালে সুজিত সরকারের ‘ভিকি ডোনর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ামি গৌতম। তার আগে টেলিভিশনে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। পাশাপাশি, একাধিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও দেখা গিয়েছে ইয়ামিকে। ২০১২ সালে ‘ভিকি ডোনর’ ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। মুক্তির পরে দর্শক ও সমালোচকদের প্রশংসাও অর্জন করেছিল ওই ছবি। বক্স অফিসে ব্যবসার নিরিখেও ভাল ফল করেছিল সুজিত সরকার পরিচালিত ওই ছবি। তার পরে গত ১১ বছরে একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন ইয়ামি। ‘বদলাপুর’, ‘বালা’, ‘কাবিল’, ‘সরকার ৩’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তার পরেও বলিউডে তেমন ভাবে জমি শক্ত করতে পারেননি অভিনেত্রী। ২০২১ সালে ইয়ামি বিয়ে করেন পরিচালক আদিত্য ধরকে। আদিত্য পরিচালিত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে কাজ করেছিলেন ইয়ামি। খবর, নিজের পরবর্তী ছবির জন্য আদিত্যর সঙ্গেই ফের জুটি বাঁধতে চলেছেন তিনি।

Advertisement

২০১৯ সালে মুক্তি পায় আদিত্য ধর পরিচালিত ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। শোনা যায়, ওই ছবির শুটিং চলাকালীনই একে অপরের প্রেমে পড়েন আদিত্য ও ইয়ামি। ছবির মুক্তির বছর দুয়েক পরে ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন যুগল। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরে ‘ধুম ধাম’ ছবির জন্যও আদিত্যর সঙ্গেই জুটি বেঁধেছেন ইয়ামি। ওই ছবিতে ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত অভিনেতা প্রতীক গান্ধীর সঙ্গে বিপরীতে দেখা যেতে চলেছে তাঁকে। ছবির পরিচালনায় ঋষভ শেঠ, প্রযোজনায় আদিত্য। আগামী কয়েক মাসের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ওই ছবি। এ বার খবর, আদিত্যর সঙ্গে তৃতীয় বার জুটি বাঁধছেন ইয়ামি। সেই ছবিতেও আদিত্যকে পরিচালকের বদলে প্রযোজকের ভূমিকাতেই দেখা যেতে চলেছে।

শোনা যাচ্ছে, সত্য রাজনৈতিক ঘটনা অবলম্বনে একটি থ্রিলার ছবি বানাতে চলেছেন আদিত্য। ওই ছবিতেই দেখা যাবে ইয়ামিকে। আদিত্য প্রযোজিত ওই ছবির পরিচালনায় দায়িত্বে থাকছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গোয়ার প্রখ্যাত পরিচালক আদিত্য সুহাস জাম্ভালে। খবর, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে ওই ছবির শুটিং।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন