yami gautam

Yami Goutam: অনিরুদ্ধর আগামী ছবিতে ‘সাংবাদিক’ ইয়ামি গৌতম, সঙ্গ দেবেন টলিউডের নামজাদারাও

ফের ছবির কাজে হাত দিতে চলেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। তাঁর হাত ধরে এক হচ্ছে বলিউড, টলিউড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ২২:০৮
Share:

ইয়ামি গৌতম ও অনিরুদ্ধ রায়চৌধুরী

ফের ছবির কাজে হাত দিতে চলেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। তাঁর হাত ধরে এক হচ্ছে বলিউড, টলিউড।

Advertisement

মঙ্গলবার পরিচালক ঘোষণা করেছেন তাঁর আগামী ছবির নাম, ‘লস্ট’। আনন্দবাজার অনলাইনকে অনিরুদ্ধ জানিয়েছেন, সমাজের বুকে ঘটে যাওয়া রহস্য-রোমাঞ্চের এক অদেখা দিক উঠে আসবে তাঁর নতুন হিন্দি ছবির মাধ্যমে। এক সাংবাদিককে পটভূমিকায় রেখে আবর্তিত হবে গল্প। উঠে আসবে সাংবাদিকতা জগতের ইতিবাচক এবং নেতিবাচক দিকও। এই সাংবাদিকের ভূমিকাতেই অভিনয় করবেন ইয়ামি গৌতম। থাকবেন পঙ্কজ কপূর, রাহুল খন্না, নীল ভোপালাম, পিয়া বাজপেয়ী, তুষার পাণ্ডে।

এক ঝাঁক বলিউড শিল্পীর পাশেই থাকবেন এক ঝাঁক বাঙালি অভিনেতাও। অনিরুদ্ধের কথায়, ‘‘আমার আগামী ছবিতে সুমন মুখোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক সেনকে দেখা যাবে।’’ বড় পর্দা থেকে চার বছর দূরে পরিচালক। মাঝে যদিও দু’টি ওয়েব সিরিজ বানিয়েছেন। ২০০৬ থেকে ২০১৬, এক দশকের পরিচালনায় ছ’টি ভিন্ন স্বাদের ছবি তাঁর ঝুলিতে। প্রত্যেকটি ছবি সমাজের এক একটি স্তরকে তুলে ধরেছে। ‘অপরাজিতা তুমি’, ‘বুনো হাঁস’ বা ২০১৬-র বহুচর্চিত হিন্দি ছবি ‘পিঙ্ক’। ‘পিঙ্ক’ প্রথম বার্তা দিয়েছে, নারীর ‘না’ মানে ‘না’। ‘‘আবারও সেই রকমই কিছু বার্তা দেবে আমার আগামী ছবি। কারণ সমাজের বাইরে গিয়ে, সম্পর্কের বাইরে গিয়ে আমি কিছুই ভাবতে পারি না,’’ দাবি অনিরুদ্ধের।

Advertisement

তাঁর হাত ধরেই বড় পর্দা অন্য ভাবে আবিষ্কার করেছিল অভিনেতা দেব অধিকারীকে। যিনি বাণিজ্যিক ছবির ‘নায়ক’-এর তকমা প্রথম সরিয়েছিলেন অনিরুদ্ধ-র ‘বুনো হাঁস’ ছবিতে। নেটমাধ্যমে প্রায়ই দেব-রুক্মিণী মৈত্রের সঙ্গে খুনসুটিতে মাততে দেখা যায় পরিচালককে। জুটিকে নিয়ে আগামী ছবির কথা ভাবছেন? অনিরুদ্ধের মতে, শুধু এই জুটি নয় আরও অনেককে নিয়েই ভাবছেন তিনি। বাংলা ছবি বানানোর কথাও ভাবছেন। আপাতত বলিউডে তাঁর বেশ কয়েকটি কাজ রয়েছে। সেগুলো শেষ হলে তার পর বাংলা ছবি বানানোয় হাত দেবেন।

পরিচালকের নতুন হিন্দি ছবিতে সুর দেবেন শান্তনু মৈত্র। যৌথ প্রযোজক নমহ পিকচার্স এবং জি স্টুডিয়ো। সব ঠিক থাকলে ২৫ বা ২৬ জুলাই শ্যুট শুরু হবে ‘লস্ট’-এর। অনিরুদ্ধের কথায়, ছবির বেশির ভাগ শ্যুট হবে কলকাতায়। ছবি মুক্তি পাবে সম্ভবত আগামী বছরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন