Entertainment News

‘হোম অ্যালোন’-এর শিশুশিল্পীকে এখন কেমন দেখতে জানেন?

২০১২ নাগাদ পাপারাত্‌জিদের ক্যামেরায় ধরা পড়ে ম্যাকাউলের একটি ছবি। সে সময় হলি মহলে জল্পনা শুরু হয়, ম্যাকাউল নাকি ড্রাগ অ্যাডিক্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১৬:৫৭
Share:

‘হোম অ্যালোন’-এর এই শিশুটিকে মনে আছে?

‘হোম অ্যালোন’ দেখেছেন? ১৯৯১-এ ক্রিস কলম্বাসের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ছবির ইউএসপি ছিল একটি শিশু।

Advertisement

বাড়িতে একা ছিল সে। এমন সময় চোরের দল ঢোকে বাড়িতে। নিজের বুদ্ধি দিয়ে তাদের মোকাবিলা করেছিল সেই শিশু। পর্দা জুড়ে এমন গল্পই সাজিয়েছিলেন ক্রিস। আর সেই শিশুশিল্পী ম্যাকাউলে কালকিন নজর কেড়েছিল সিনেপ্রেমীদের।

এখন ম্যাকাউলে ৩৬-এর যুবক। তাঁকে এখন কেমন দেখতে জানেন?

Advertisement

আরও পড়ুন, রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনের ব্রেকআপ!

২০১২ নাগাদ পাপারাত্‌জিদের ক্যামেরায় ধরা পড়ে ম্যাকাউলের একটি ছবি। সে সময় হলি মহলে জল্পনা শুরু হয় ম্যাকাউল নাকি ড্রাগ অ্যাডিক্ট। সে কারণেই চেহারার ওই হাল হয়েছিল। যদিও প্রকাশ্যেই সে জল্পনা উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা।

সম্প্রতি ম্যাকাউলের আরও একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চশমা পরা নতুন লুকে অভিনেতাকে দেখে চমকে গিয়েছে সিনে দুনিয়া। নিজেকে এতটা বদলে ফেলেছেন দেখে খুশি ম্যাকাউলের অনুরাগীরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement