Coronavirus Lockdown

দুর্গতদের পাশে তরুণ তুর্কিরা

লকডাউন শুরুর পর থেকেই শহরে-গ্রামে অনেক মানুষই দু’বেলা ঠিকমতো খেতে পাচ্ছেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০০:৫০
Share:

সাহায্যের হাত বাড়ালেন ঋদ্ধি

করোনা আতঙ্কের মাঝেই আমপানের প্রলয় গ্রাস করেছে গোটা রাজ্যকে। শহরে ব্যাহত জল ও বিদ্যুতের মতো জরুরি পরিষেবা। আর ডুবে গিয়েছে পানীয় জলের টিউবওয়েল। এই সঙ্গিন পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন টলিউডের অনেকেই। প্রবীণ অভিনেতাদের পাশাপাশি নবীনরাও এই উদ্যোগে শামিল হয়েছেন।

Advertisement

গত সপ্তাহে ছিল ঋদ্ধি সেনের জন্মদিন। ওই দিনই মধ্যমগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তিনি প্রায় ৭০০ জন মানুষের হাতে খাবার তুলে দেন। লকডাউন শুরুর পর থেকেই শহরে-গ্রামে অনেক মানুষই দু’বেলা ঠিকমতো খেতে পাচ্ছেন না। তাঁদের মধ্যে যাঁদের রেশন কার্ডও নেই, তাঁদের জন্য এই উদ্যোগ। ঋদ্ধির কথায়, ‘‘এটা কোনও দান নয়। বরং‘প্রিভিলেজড’ হওয়ায় এটা আমার কর্তব্য।’’

আবার আমপানের দাপটে কলকাতা শহর যে ভাবে মুষড়ে পড়েছে, তা নাড়া দিয়েছে অমর্ত্য রায়কেও। ঝড়ের পরদিনই মা চৈতী ঘোষালের সঙ্গে গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে বসবাসকারী একাধিক পরিবারের হাতে খাবার তুলে দিয়েছেন তাঁরা। এখনও অবধি একশো জনের বেশি মানুষের অন্ন সংস্থান করেছেন মা-ছেলে।

Advertisement

আগামী দিনে তাঁদের সাহায্যের জন্যও সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন