Ranveer Allahbadia controversy

‘মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে অচেনা লোক, হুমকি পাচ্ছি, আমার খুব ভয় করছে’, বিবৃতি প্রকাশ রণবীরের

ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ ও হুমকি। “আমি পালিয়ে যাচ্ছি না। আমার পুলিশ ও আইনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে”, বললেন রণবীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৪
Share:

পর পর হুমকি পাচ্ছেন রণবীর। ছবি: সংগৃহীত।

রণবীর ইলাহাবাদিয়ার মন্তব্য নিয়ে সমাজমাধ্যম সরগরম। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে গিয়ে একটি মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন ইউটিউবার। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগও। যদিও প্রকাশ্যে ক্ষমা চাইতে বিলম্ব করেননি রণবীর। কিন্তু তার পরেও ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ ও হুমকি।

Advertisement

রণবীর একটি বিবৃতিতে জানিয়েছেন, তিনি পুলিশের সঙ্গে সব দিক থেকে সহযোগিতা করেছেন। কিন্তু কোনও ভাবেই হুমকি আসা বন্ধ হয়নি। রণবীর বলেছেন, “আমি ও আমার সহযোগী দল পুলিশের সঙ্গে সহযোগিতা করে চলেছি। আমি সমস্ত নিয়মকানুন মেনে চলব। বাবা-মা সম্পর্কে আমার মন্তব্য খুবই অসংবেদনশীল ও অসম্মানজনক ছিল। ভাল মানুষ হয়ে ওঠা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।”

এর পরেই রণবীর জানান, কী ভাবে তাঁর কাছে একের পর এক হুমকি আসছে। ইউটিউবার লিখেছেন, “আমার কাছে পর পর খুনের হুমকি আসছে। কেউ বলছে, আমাকে মেরে ফেলবে। কেউ বলছে, আমার পরিবারের ক্ষতি করবে। আমার মায়ের চিকিৎসাকেন্দ্রে লোকজন রোগী সেজে ঢুকে পড়ছে। আমার সত্যিই এ বার ভয় করছে। বুঝতে পারছি না, কী করা উচিত।”

Advertisement

হুমকি পেলেও পুলিশ ও প্রশাসনের উপর ভরসা রাখছেন তিনি। রণবীর বলেছেন, “আমি পালিয়ে যাচ্ছি না। আমার পুলিশ ও আইনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।”

উল্লেখ্য, রণবীর সেই অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্যের জন্য সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছেন তিনি। স্বপক্ষে কোনও যুক্তি না দিয়েই তিনি স্পষ্ট জানান, তিনি ‘কমেডি’ সম্পর্কে কিছু বোঝেন না। তাই এমন মন্তব্য করে ফেলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement