Raj-Subhashree

শুভশ্রীর জন্যই যত গন্ডগোল! শেষে পাঁচ বছরের ছেলের সঙ্গে ঝামেলায় জড়ালেন রাজ

রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। সমাজমাধ্যমের পাতায় এ কোন ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৭:৩১
Share:

শুভশ্রী-রাজের মাঝে কে এল? ছবি: সংগৃহীত।

সেপ্টেম্বর এলে পাঁচ বছরে পা দেবে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র ছেলে ইউভান। এখন সে অনেক কথা বলতে পারে। অনেক কিছু বুঝতেও শিখেছে। এর মধ্যেই বাবা রাজের সঙ্গে বাধল তুমুল ঝগড়া। বাবা, ছেলের মাঝে পড়ে কী অবস্থা হল শুভশ্রীর?

Advertisement

জীবনের নানা মুহূর্ত সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন তারকাদম্পতি। কখনও মেয়ে ইয়ালিনির আধো আধো কথার ভিডিয়ো, কখনও আবার ইউভানের দুষ্টুমির মুহূর্ত। কিন্তু বাবার সঙ্গে যে পাঁচ বছরের খুদে এই ভাবে ঝগড়া করতে পারে, তা-ও ফ্রেমবন্দি করে দেখাতে ভুললেন না অভিনেত্রী। শুভশ্রী কার? এই নিয়ে যত অশান্তি। বাবা-ছেলের এই অশান্তি দেখে নিজের হাসি চাপতে পারলেন না অভিনেত্রী। সেই ‘মিষ্টি’ ভিডিয়ো পোস্ট করে লিখলেন, “এই ধরনের ঝগড়াই আমার প্রিয়।”

ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছিলেন রাজ এবং শুভশ্রী। যাওয়ার পথে রাজ বলেন, শুভশ্রী তাঁর ‘মাম্মা’। সে কথা মানতে মোটেই রাজি নয় ছোট্ট ইউভান। কারণ, শুভশ্রী শুধু তারই ‘মাম্মা’। ইন্ডাস্ট্রির প্রায় সবাই জানেন, রাজ এবং শুভশ্রী পরস্পরকে ‘মাম্মা’ বলে সম্বোধন করেন। এ বার সেখানেই ভাগ বসিয়েছে পাঁচ বছরের ছেলে। শেষে ছেলের কাছে পরাস্ত হয়ে রাজ বলেন, “আচ্ছা, ও আমার ভালবাসা। ও আমার বৌ।” বাবার কথা শুনে ইউভানের মুখেও সেই এক বুলি। খুদের ছেলেমানুষি দেখে রাজ, শুভশ্রীও যেন ছোটবেলায় ফিরে গেলেন। খিলখিলিয়ে হেসে উঠল ইউভান। তাঁদের এই ভিডিয়োয় অনেকেই মন্তব্য করেছেন। তাঁদের এমন আরও কিছু মিষ্টি মুহূর্ত দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement