প্রাক্তন স্ত্রীকে তোপ চহলের। ছবি: সংগৃহীত।
বিবাহবিচ্ছেদের পরে কেটে গিয়েছে অনেক দিন। কিন্তু তাও বাগ্যুদ্ধ থামছে না যুজ়বেন্দ্র চহল ও ধনশ্রী বর্মার মধ্যে। ‘রাইজ় অ্যান্ড ফল’ অনুষ্ঠানে ধনশ্রী জানিয়েছেন, বিয়ের দু’মাসের মধ্যেই সম্পর্কে প্রতারণা করেন যুজ়বেন্দ্র। এ বার প্রাক্তন স্ত্রীকে পাল্টা দিলেন ক্রিকেটতারকা।
যুজ়বেন্দ্রের দাবি, ধনশ্রী যা যা বলেছেন সবই ভিত্তিহীন এবং বিরক্তিকর। ক্রিকেটতারকা জানান, অতীতের তিক্ততা ভুলে তিনি জীবনে এগিয়ে গিয়েছেন। যুজ়বেন্দ্র বলেছেন, “আমি ক্রীড়াজগতের মানুষ। আমি কখনও ঠকাই না। কেউ যদি দু’মাসের মধ্যেই প্রতারণা করে, তার পরেও কি সম্পর্ক এত দিন টিকে থাকে? আমার জন্য জীবনের ওই অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে। আমি এগিয়ে গিয়েছি। অন্যদেরও এগিয়ে যাওয়া উচিত।”
ধনশ্রীর সঙ্গে চার বছরের বৈবাহিক সম্পর্ক চহলের। তাই তাঁর বক্তব্য, সম্পর্কে বিশ্বাসঘাতকতা করলে এত দিন এই বৈবাহিক জীবন মোটেই টিকত না। স্পষ্ট করে চহল বলেন, “আমি আগেও বলেছি, আমি অতীত থেকে বেরিয়ে গিয়েছি। কিন্তু এখনও অনেকে সেই অতীতেই আটকে রয়েছে। তাদের ঘর-সংসার আসলে আমার নাম ব্যবহার করেই চলছে। তাই তারা এটা চালিয়ে নিয়ে যেতে পারে। আমার এতে কিছু আসে-যায় না।”
ধনশ্রী জানিয়েছিলেন, চহলের মধ্যে অনেক দোষ আছে জেনেও তিনি বার বার সুযোগ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত হয়েছিলেন। এই প্রসঙ্গে চহল বলেন, “আমি জীবনের এই অধ্যায় ভুলে গিয়েছি। যে যা খুশি বলে দিচ্ছে। সেগুলোই সমাজমাধ্যমে চলছে। কিন্তু সত্যি একটাই। আমার জীবনে যাঁদের গুরুত্ব রয়েছে, তাঁরা সেই সত্যিটা জানেন। আমার জন্য এই অধ্যায়ের সমাপ্তি হয়েছে। আর কখনও এই নিয়ে কোনও কথা বলতে চাই না।”