কেন সলমনের প্রস্তাব ফিরিয়ে দেন জ়ারিন? card ছবি: সংগৃহীত।
সাল ২০০৯, সদ্য ব্রেক-আপ হয়েছে সলমন খান এবং ক্যাটরিনা কইফের। ওই সময় অনেকটা ক্যাটরিনার মতো দেখতে জ়ারিন খানকে বলিউডে নিয়ে আসেন ভাইজান। একসঙ্গে জুটি বাঁধেন অনিল শর্মা পরিচালিত ছবি ‘বীর’-এ। বলিপাড়ায় গুজব রটেছিল, জ়ারিন খানের প্রেমেই নাকি সে সময়ে মজেছিলেন সলমন।
কিন্তু সেই তত্ত্ব খুব বেশি দিন টেকেনি। পরে অবশ্য ‘রেডি’ ছবিতে একটি ‘আইটেম’ গানে নাচেন জ়ারিন। তার পর খুব বেশি ছবি করতে দেখা যায়নি তাঁকে। দু’-একটি ছবি যা-ও করেছেন, বক্স অফিসে সফল হয়নি। এর মাঝেই ফের সলমন-সংযোগ। আসন্ন ‘বিগবস্’-এর ১৯তম সিজ়নের জন্য ডাক পেয়েও ফিরিয়ে দিলেন জ়ারিন। তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
অভিনেত্রী নাকি ‘বিগবস্’-এর ভক্ত। দু’-তিনটে সিজ়ন বাদে প্রায় সবই তাঁর দেখা। তবু এই অনুষ্ঠানে যোগদানে আপত্তি রয়েছে তাঁর! জ়ারিনের কথায়, “আমার উপর অনেক দায় দায়িত্ব। সব কিছু ফেলে তিন মাস অন্যত্র গিয়ে থাকতে পারব না।” জ়ারিনের পরিবারে অনেকে তাঁর উপর নির্ভরশীল। অভিনেত্রীর দাবি, তাঁকে ছাড়া তাঁর সংসার অচল। অনেক কিছু দেখে রাখতে হয়। মায়ের স্বাস্থ্যের দেখভাল করতে হয়। দিনে অন্তত পাঁচ বার তাঁর সঙ্গে কথা বলতে হয় জ়ারিনকে।
তা ছাড়া অভিনেত্রীর দাবি, ‘বিগবস্’-এর ঘরে গিয়ে তিনি মানিয়ে নিতেও পারবেন না। তিনি বলেন, “ওই ঘরে এত অচেনা লোক। তার উপর উল্টো পাল্টা কথা বলে। আমি অসভ্যতা সহ্য করতে পারি না। আমি ১০০ শতাংশ নিশ্চিত আমার হাতে উঠে যাবে। তার পর আমাকে বার করে দেবে।’’