মহিলাদের বোল্ড দৃশ্যে পছন্দ করেন না সলমন: জারিন

সাহসী দৃশ্য মানেই এখন বলিউডে হিট জারিন খান। সৌজন্যে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘হেট স্টোরি ৩’। কিন্তু বলিউডে জরিনের শুরুটা হয়েছিল ‘বীর’ ছবির ‘ক্যারাক্টার ঢিলা’ গানের মাধ্যমে। সেখানে সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন জারিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৪
Share:

সাহসী দৃশ্য মানেই এখন বলিউডে হিট জারিন খান। সৌজন্যে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘হেট স্টোরি ৩’। কিন্তু বলিউডে জরিনের শুরুটা হয়েছিল ‘বীর’ ছবির ‘ক্যারাক্টার ঢিলা’ গানের মাধ্যমে। সেখানে সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন জারিন। কিন্তু জানেন কি পর্দায় মহিলাদের খুল্লমখুল্লা দৃশ্যে দেখতে একেবারেই পছন্দ করেন না ‘ভাইজান’? এমন দাবি করেছেন খোদ জারিন।

Advertisement

জারিনের কথায়, ‘‘হেট স্টোরি ৩-এ আমার পারফরম্যান্স কেমন তা সলমনকে জিজ্ঞেস করা হয়নি। ছবির প্রচারে আমরা দু’জনেই ব্যস্ত ছিলাম। তবে আমি জানি মহিলাদের সাহসী দৃশ্যে অভিনয় করাটা একেবারেই পছন্দ করেন না সলমন।’’

‘হেট স্টোরি ৩’ ছবিতে জারিনকে ‘বোল্ড লুকে’ দেখা গিয়েছে। আর তা বেশ প্রশংসা কুড়িয়েছে বি-টাউনে। ছবিতে নিজের ভূমিকা নিয়ে সন্তুষ্ট জারিন। তিনি জানিয়েছেন, এ ধরনের ছবিতে অভিনয় করা সত্ত্বেও তাঁর কাছে একটি কমেডি ও একটি মহিলা-কেন্দ্রিক ছবির প্রস্তাবও এসেছে।

Advertisement

দেখুন, ‘হেট স্টোরি ৩’-এর অন্তরঙ্গ দৃশ্য

সলমন খান অভিনীত ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন জারিন। তাই ইন্ডাস্ট্রিতে সলমনের পরামর্শকে বেশ গুরুত্ব দেন নায়িকা। এখন সলমনই যদি জারিনের ভূমিকায় অসন্তুষ্ট হন সেক্ষেত্রে কী করবেন তিনি? প্রশ্নটা করছেন বলিউডেরই একাংশ।

দেখুন, ‘ক্যারাক্টার ঢিলা’ র ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement