জ়ুবিন গার্গ। ছবি: সংগৃহীত।
জ়ুবিন গার্গের অকালমৃত্যু এখনও মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। অসম সরকার তারকা গায়কের মৃত্যুর কারণ খুঁজতে এখনও মরিয়া। এই আবহে বুধবার অসমের মুখ্যমন্ত্রী করলেন বড় ঘোষণা। ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজকের বিরুদ্ধে করা হল বড় পদক্ষেপ। কী জানালেন হিমন্ত বিশ্ব শর্মা?
অনুষ্ঠান আয়োজক শ্যামকানু মহন্তের উপর নিষেধাজ্ঞা জারি করল অসম সরকার। অসমে তিনি কোনও অনুষ্ঠান আয়োজন করতে পারবেন না। তা ছাড়া, কোনও সংস্থা যদি ওঁর সঙ্গে কাজ করেন তা হলে সেই অনুষ্ঠানও বাতিল করা হবে বলেই জানানো হয়েছে সরকারি ভাবে। ২০১৩ সাল থেকেই ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু। গত সপ্তাহে, সেই অনুষ্ঠানেই যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জ়ুবিন। তার পরেই মেলে দুঃসংবাদ।
গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। সিঙ্গাপুরে হওয়া প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তার পরেও থেকে গিয়েছিল বেশ কিছু ধন্দ। তাই ফের ময়নাতদন্তের নির্দেশ দেয় অসম সরকার। তার পরেই তাঁর শেষকৃত্য হয়। মঙ্গলবার সকাল দশটায় সোনাপুরে কামারকুচিতে হয় শেষকৃত্য। এই দিনও তাঁর ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। শেষকৃত্যে নিয়ে আসা হয়েছিল তাঁর পোষ্যদেরও।