আমাদের ভালবাসা টুইটারে ফোটে

আজ একটি বিশেষ দিন। এই দিনেই বোধহয় সবাইকে বলা যায়, ‘আই লাভ ইউ’। কিন্তু আপনি সত্যি যদি এমনটা কারও সম্পর্কে মনে করেন তবেই এই তিনটি শব্দ খরচ করবেন।

Advertisement
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৬
Share:

আজ একটি বিশেষ দিন। এই দিনেই বোধহয় সবাইকে বলা যায়, ‘আই লাভ ইউ’।
কিন্তু আপনি সত্যি যদি এমনটা কারও সম্পর্কে মনে করেন তবেই এই তিনটি শব্দ খরচ করবেন।

Advertisement


বিপাশা বসু

Advertisement

হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে। ভালবাসা ছড়িয়ে পড়ুক।

শাহিদ কপূর

লোকে বোকার মতো ভ্যালেন্টাইন’স ডে পালন করে, কিছু না বুঝেই। আচ্ছা, রোমিও কি ভ্যালেন্টাইনের থেকে কম রোম্যান্টিক ছিলেন?
তা হলে আমরা রোমিও ডে কেন পালন করি না? রোমিওর ভালবাসা কি ভ্যালেন্টাইনের থেকে কম তা হলে?

হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে!!! কেউ যদি ভালবাসায় থাকেন, জানবেন তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন।

কর্ণ জোহর

‘হ্যাপি স্লেভারি ডে টু অল ডিভোটেড ম্যান’। আজ যদি কোনও পুরুষ তার পছন্দের নারীকে আদরে-আব্দারে ভরিয়ে না রাখেন,
তা হলে সেই নারীকে তিনি নিজের নারী কখনওই বলতে পারবেন না। তাই ‘বি আ ম্যান। জাস্ট আমার মতো।’

অক্ষয় কুমার

অন্য দেশের মানুষকেও হ্যাপি ভ্যালেন্টাইন।

সানি লিওন

ভালবাসা প্রত্যেক দিনের উত্‌সব। কেবল বছরে এক দিনের জন্য নয়।

অভিষেক বচ্চন

আজকের দিনটা ভালবাসার উষ্ণতায় ভরা থাক। ‘হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে। টুইট হার্ট!

পুনম পাণ্ডে

আজ সকলেই সকলকে ভালবাসতে পারে।

চেতন ভগত

হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে ‘লেডিস’!

সিদ্ধার্থ মাল্য

এই জীবনে সকলের যেন ভালবাসার সঙ্গে দেখা হয়। এটাই প্রার্থনা।

প্রীতি জিন্টা

প্রেমের পরামর্শ...এখনও যদি কারও প্রেমে পড়ে না থাকেন, তা হলে চকোলেটের প্রেমে পড়ুন।
খাবারের চেয়ে সত্যিকারের ভালবাসা আর হয় না।

সেলিনা জেটলি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement