‘দিদি’র পাশে নতুন ‘দাদা’

রচনা বন্দ্যোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়। টালিগঞ্জে নতুন জুটির চমকপ্রদ সমীকরণ। লিখছেন সংযুক্তা বসুরচনা বন্দ্যোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়। টালিগঞ্জে নতুন জুটির চমকপ্রদ সমীকরণ। লিখছেন সংযুক্তা বসু

Advertisement
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৫ ০০:০১
Share:

বদলে গেল টলিউড। ফের।

Advertisement

যে রচনা বন্দ্যোপাধ্যায়ের নায়ক হতেন এত দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, মিঠুন চক্রবর্তী সেই রচনার নায়ক এখন শাশ্বত চট্টোপাধ্যায়।

যে শাশ্বতের নায়িকা ছিলেন এত দিন রাইমা সেন, অনন্যা চট্টোপাধ্যায়, তনুশ্রীরা আজ সেই শাশ্বতের নায়িকা হতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

হল কী টলিউডে?

বদলে যাচ্ছে নায়ক-নায়িকাদের সমীকরণও। ‘বৌদি ডট কম’ ছবিতে ঘটছে এই পালাবদল।

দাদার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। আর বৌদির চরিত্রে রচনা বন্দ্যোপাধ্যায়। পুরোপুরি মেনস্ট্রিম ছবিতে রচনা কেন শাশ্বতের মতো ভিন্ন মেরুর ছবির অভিনেতাকে নায়ক হিসেবে মেনে নিতে চাইছেন? ‘‘শাশ্বত খুব ভাল অভিনেতা। ও তো আজ কাল নানা ধরনের ছবিতে অভিনয় করছে। সেই জন্যেই কাজ করতে চাইছি। আমি আর ও একসঙ্গে কাজ করলে দর্শকের আগ্রহ জাগবে বলেই মনে হয়। তা ছাড়া ছবির শ্যুটিং হবে ভাইজাগে। আউটডোরে পাহাড় সমুদ্র মিলিয়ে একটা আকর্ষণীয় প্যাকেজ তৈরি হবে। এই ছবিতে আমি কেন্দ্রীয় চরিত্রে। সেটাও আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার,’’ বলছেন রচনা।

আর শাশ্বত চট্টোপাধ্যায়? তিনি কী ভাবছেন রচনাকে নিয়ে? বলছেন, ‘‘রচনার মতো ভাল এবং প্রতিষ্ঠিত অভিনেত্রীর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। কাজটা করে ভালই লাগবে আশা করি। বাংলা ছবির দর্শকের কাছেও আমাদের দু’জনকে একসঙ্গে দেখাটা একটা নতুন অভিজ্ঞতা হবে। ‘বৌদি ডট কম’য়ের গল্পটা আসলে একটা নাটক থেকে নেওয়া।
সে নাটকটাও খুব মজার ছিল। আশা করি আমি আর রচনা ছবিতে জমাটি অভিনয় করে দর্শকদের হাসাতে পারব।’’

এখন দেখার কেমন জমে রচনা আর শাশ্বতের নতুন জুটি।

পরিণীতা

গায়ে হলুদ: বিয়ের দিন সকালে অনন্যা চট্টোপাধ্যায়। ছবি: কৌশিক সরকার।

যুগলে: স্বামী রাজর্ষির সঙ্গে। প্রীতিভোজের অনুষ্ঠানে। ছবি: উৎসব দাঁ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন