‘পিকে’তে উঁকি

আজ মুক্তি পাবে ছবিটি। হলে যাওয়ার আগেই ছবির একটা মেড ইজি দিল আনন্দplusআজ মুক্তি পাবে ছবিটি। হলে যাওয়ার আগেই ছবির একটা মেড ইজি দিল আনন্দplus

Advertisement
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৪ ০১:০০
Share:

শোনা যাচ্ছে আমির খানের চরিত্র পিকে-র পুরো নাম পুন্মিয়া কুশল

Advertisement

‘পিকে’ ছবিতে আমির খানের চরিত্র একবারের জন্যও চোখের পাতা ফেলে না

আমিরের চোখটা কেমন সবুজ দেখেছেন তো! ওটার জন্য ‘মিস্টার পারফেকশনিস্ট খান’ সবুজ রঙের কনট্যাক্ট লেন্স ব্যবহার করেছেন

Advertisement

পিকে কিন্তু হাঁটাচলার সময়ও হাত একেবারেই নাড়ায় না

আমিরের চরিত্র ভোজপুরিতে কথা বলে। আর ভোজপুরি শিখতে আমির নাকি তিন বছর সময় নিয়েছিলেন

সারা শ্যুটিংয়ে সব মিলিয়ে প্রায় হাজার দশেক পান খেয়েছেন আমির খান। উদ্দেশ্য? আর কী, ঠোঁট লাল করা

ছবির একটা গানে কোরিওগ্র্যাফি করেছেন স্বয়ং পরিচালক রাজকুমার হিরানি

ছবির মোশন পোস্টারে সুশান্ত সিংহ রাজপুত-কে দেখা না গেলে কী হবে, অনেকের মতে ছবির ‘ডার্ক হর্স’ তিনি

শোনা যাচ্ছে ছবিতে আমির আর অনুষ্কার চুম্বন দৃশ্য নাকি ভারতীয় সিনেমার দীর্ঘতম চুম্বনদৃশ্য হতে চলেছে

ছবিতে আমির খানের পরা সব জামা-কাপড় কিন্তু ট্রেলারে যেমন দেখেছেন তেমনই রাস্তা থেকে তুলে নেওয়া

রাজকুমার আর আমির ‘পিকে’র এক সিক্যুয়েল করবেন ভেবেই রেখেছেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement