—প্রতিনিধিত্বমূলক চিত্র।
মা-ছেলের মধ্যে বচসা। অশান্তির মাঝেই মাকে ধরে মারধরের অভিযোগ উঠল পুত্রের বিরুদ্ধে! গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় এন্টালির বাসিন্দা রাধা দাসের।
পুলিশ সূত্রে খবর, এন্টালি থানার বেলেঘাটা রোডের বাসিন্দা রাধা। রবিবার সকালে বাড়িতে পুত্র পঙ্কজের সঙ্গে কোনও কারণে অশান্তি বাধে তাঁর। অভিযোগ, তর্কাতর্কির মাঝে আচমকা রাধাকে মারধর করেন পঙ্কজ। পুত্রের মারে গুরুতর জখম হন রাধা। ওই অবস্থায় দ্রুত তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (এনআরএস) নিয়ে যাওয়া হয়।
রবিবার সকাল থেকে এনআরএসে চিকিৎসাধীন ছিলেন রাধা। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এন্টালি থানার পুলিশ। অভিযুক্ত পঙ্কজকে গ্রেফতার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে শিয়ালদহ আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে মায়ের সঙ্গে ঝগড়া হয় তাঁর? পঙ্কজকে জেরা করে সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।