Murder

ভাইয়ের খুনের ‘প্রতিশোধ’ নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদার! ফরাক্কায় কাজে যাওয়ার পথে প্রাণ গেল রক্ষীর

২০১৫ সালে বিবাদের জেরে জোড়পুকুরিয়া গ্রামে পান্নার ভাই তৌফিক শেখ খুন হয়েছিলেন। তাঁকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বার করে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে আলম-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:২২
Share:

— প্রতীকী চিত্র।

কয়েক বছর আগে খুন হয়েছিলেন এক যুবক। এ বার ওই যুবকের হত্যায় অভিযুক্তকে খুনের অভিযোগ উঠল। স্থানীয়দের অভিযোগ, নিহতের দাদা খুন করেছেন অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ফরাক্কা থানার এনটিপিসির কেন্দুয়া অ্যাশপন্ডে বছর আটচল্লিশের আলম শেখকে খুন করা হয়েছে।

Advertisement

নিহত আলম অ্যাশপন্ডের নৈশপ্রহরী ছিলেন। অভিযোগ, রবিবার কাজে যাওয়ার পথে তাঁর উপর চড়াও হন পান্না শেখ। আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন পান্না। ঘটনার তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিশ। তবে সোমবার সকাল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে বিবাদের জেরে জোড়পুকুরিয়া গ্রামে পান্নার ভাই তৌফিক শেখ খুন হয়েছিলেন। তাঁকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বার করে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে আলম-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে। আলম-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা রুজু হয় ফরাক্কা থানায়। পুলিশ তাঁদের গ্রেফতার করে। দীর্ঘ দিন হাজতে থাকার পরে জামিনে মুক্তি পায় আলম। ভাই তৌফিকের খুনের পরে দাদা পান্না প্রাণনাশের আশঙ্কায় গ্রাম ছেড়ে পালিয়ে যান।

Advertisement

মাস দুয়েক আগে পান্না দীর্ঘ দিন পরে জোড়পুকুরিয়া গ্রামে ফিরে এসে থাকতে শুরু করেন। মৃত আলমের দাদা নবি শেখ তৃণমূলের স্থানীয় নেতা। নবির স্ত্রী হাসনারা বিবি তৃণমূলের ফরাক্কা পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য।

রবিবার রাতে আলম এনটিপিসির কেন্দুয়া অ্যাশপন্ডে পাহারার কাজ করতে যাচ্ছিলেন। অভিযোগ, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পরে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্তেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলমের। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতের দাদা নবি বলেন, ‘‘পান্না গ্রামে ফিরে আসার পরে একটা আশঙ্কায় ছিলাম। নতুন করে গ্রামে সে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিল। কিন্তু ভাবতে পারিনি যে ভাইকে ও খুন করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement