Do's and Donts

নিউ ইয়ার্স পার্টির কিছু জরুরি ডু’জ অ্যান্ড ডোন্টস

নতুন বছরকে আমন্ত্রণ জানাতে জমিয়ে পার্টি করার প্ল্যান আছে নিশ্চয়ই? কোথায় যাবেন, কী পরবেন সব ঠিক হয়ে গিয়েছে। ২০১৭-র শুরু যাতে হয় সুন্দর তার জন্য খেয়াল রাখুন কিছু কিছু বিষয়।

Advertisement

মধুবন্তী রক্ষিত

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:৩০
Share:

নতুন বছরকে আমন্ত্রণ জানাতে জমিয়ে পার্টি করার প্ল্যান আছে নিশ্চয়ই? কোথায় যাবেন, কী পরবেন সব ঠিক হয়ে গিয়েছে। ২০১৭-র শুরু যাতে হয় সুন্দর তার জন্য খেয়াল রাখুন কিছু কিছু বিষয়। বছরের শুরুতেই যাতে বড়সড় কোনও অঘটন না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে। পার্টিতে আনন্দ করার সময় খেয়াল রাখতে হবে নিজের এবং প্রিয়জনের নিরাপত্তার দিকে। আসুন দেখে নিই কিছু গুরুত্ব ডু’জ অ্যান্ড ডোন্টস।

Advertisement

Advertisement

ডু’জ

• প্রথমেই দেখে নেওয়া যাক কী কী করলে আপনি সুস্থ ভাবে স্বাগত জানাতে পারবেন নতুন বছরকে।

• বন্ধুদের সঙ্গে পার্টি করতে গেলে কোথায় যাচ্ছেন সেটা পরিবারের লোকেদের জানিয়ে যান। যদি পরিবারের সঙ্গে যান তা হলে পরিচিত এবং বিশ্বস্ত প্রতিবেশীকে জানিয়ে যাবেন।

• বেরনোর আগে দেখে নিন মোবাইলে পুরো চার্জ আছে কিনা। না থাকলে ব্যাটারি ফুল চার্জ করে নিন। সঙ্গে রাখুন পাওয়ার ব্যাঙ্ক।

• যদি প্রি-পেইড কানেকশন ব্যবহার করে থাকেন, তা হলে পর্যাপ্ত পরিমাণ টক টাইমের রিচার্জ করে রাখুন।

• যাদের সঙ্গে পার্টিতে যাবেন তাদের মধ্যে কয়েক জনের ফোন নম্বর পরিবারের কাছে দিয়ে যান। এতে কোনও কারণে আপনাকে ফোনে না পাওয়া গেলেও তাদের কাছে উপায় থাকবে আপনার সঙ্গে যোগাযোগ করার।

• পার্টি ভেন্যুতে গিয়ে প্রথমেই দেখে নিন সেখানে মোবাইল কভারেজ ঠিকঠাক আসছে কিনা। গ্রুপের সকলের যদি নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়, তা হলে একটু বেরিয়ে গিয়ে যেখানে নেটওয়ার্ক পাবেন সেখান থেকে ফোন করে জানিয়ে দিন যে পার্টির ভিতরে ফোনের কানেকশন পাওয়া যাচ্ছে না। যাতে বাড়ির লোক যোগাযোগ করতে না পেরে চিন্তা না করেন।

• শীত যেহেতু বেশি পড়েনি তাই পোশাক নির্বাচন করাটা হয়তো একটু কঠিন হবে। তবে যদি আউটডোর পার্টি হয়, তা হলে সঙ্গে গরম জামা অবশ্যই রাখবেন। আনন্দ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়বেন না যেন।

• কেমন জুতো পরবেন তার দিকেও খেয়াল রাখুন। যদি কোনও কর্পোরেট পার্টি হয়, তা হলে মনে রাখবেন সেখানে পর্যাপ্ত বসার জায়গা নাও থাকতে পারে। তাই খেয়াল রাখবেন আপনার মনোনীত জুতো যেন আনন্দে ব্যাঘাত না ঘটায়।

• যদি বন্ধুরা সবাই মদ্যপান করতে চান তা হলে গাড়ির জন্য ড্রাইভার ভাড়া করে নিন অথবা রেন্টাল ট্যাক্সি ব্যবহার করুন।

ডোন্টস

• মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না এবং কোনও বন্ধুকেও চালাতে দেবেন না।

• আপনার পার্টি যদি সমুদ্র সৈকতে হয়, তা হলে কখনই মত্ত অবস্থায় সমুদ্রে নামবেন না এবং কাউকেই নামতে দেবেন না।

• অচেনা কারও কথা শুনে পার্টি ছেড়ে অন্য কোথাও না যাওয়াই ভাল।

• অচেনা লোকের কাছ থেকে খাবার এবং অ্যালকোহল গ্রহণ করবেন না। চেনা বন্ধুর হাত থেকে বা নিজে গিয়ে নিয়ে আসাই ভাল।

• দুঃসাহসিক কোনও পরিকল্পনাতে যোগ দেবেন না। এবং বন্ধুরা উত্সাহ দিলে তাদেরও সতর্ক করুন।

• পার্টিতে দুম করে অচেনা লোককে আপনার বা কোনও বন্ধুর নম্বর দেবেন না।

• অসতর্ক অবস্থায় ছবি তুলবেন না। খেয়াল রাখবেন পার্টিতে কেউ যেন আপনার অমতে ছবি না তোলে।

• পার্টি থেকে একা কোথাও বেরোবেন না। যদি যান, তা হলে বন্ধুদের জানিয়ে যান এবং যদি একা ট্যাক্সিতে বাড়ি ফেরেন তা হলে বন্ধুদের গাড়ির নম্বর জানিয়ে দিন।

• মাত্রা ছাড়িয়ে মদ্যপান করবেন না, বন্ধুদেরও করতে দেবেন না।

• কোনও বন্ধু বা পরিবারের কারও সঙ্গে অযথা বচসা, কথা কাটাকাটিতে যাবেন না।

• পার্টিতে যদি কারও আপনার প্রতি অশালীন অভিপ্রায় আছে বুঝতে পারেন, তা হলে সেই ব্যক্তির থেকে দূরে থাকুন।

• আপনার নিরাপত্তা নির্ভর করবে উপস্থিত বুদ্ধি এবং প্রবৃত্তির উপর। তাই চোখ, কান খোলা রাখুন এবং আনন্দ করুন সতর্কতা বজায় রেখে। বছর শেষ এবং শুরুটা যেন বিষাদময় না হয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন