Shobdo Jobdo 2025

‘শব্দ-জব্দ ২০২৫’ পৌঁছে গিয়েছে জেলা পর্যায়ে, কোন জেলা হবে সেরার সেরা?

শব্দের এই অনন্য লড়াই শুধুমাত্র এক মজার খেলা নয়, বরং মাতৃভাষাকে তার শিকড়ে পুনরায় ফিরিয়ে আনার এক অভিনব প্রয়াস।

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ২০:১৫
Share:

‘শব্দ-জব্দ ২০২৫’-এর জেলাস্তরের শিক্ষার্থীরা।

চতুর্থ বর্ষেও ‘শব্দ-জব্দ’ সারা ফেলে দিয়েছে সমগ্র রাজ্যে। আনন্দবাজার ডট কম আয়োজিত শব্দ আর বুদ্ধির এই খেলা ১৫টি জেলা জুড়ে ২৫০-রও বেশি স্কুলে পৌঁছে গিয়েছে। শব্দের এই অনন্য লড়াই শুধুমাত্র এক মজার খেলা নয়, বরং মাতৃভাষাকে তার শিকড়ে পুনরায় ফিরিয়ে আনার এক অভিনব প্রয়াস।

Advertisement

স্কুল পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও শুরু হয়ে গেছে ‘শব্দ-জব্দ’। প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী এই পর্যায়ে অংশগ্রহণ করেছে। স্কুল পর্যায়ে অংশগ্রহণ করা স্কুলগুলিকে নিয়ে এই পর্যায়ের প্রতিযোগিতা চলছে। এখনও পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, এই প্রতিটি জেলার থেকে ১৫টি স্কুল, হাওড়ার ২০টি স্কুল, বাঁকুড়ার ১০টি স্কুল এবং উত্তর চব্বিশ পরগনার ২২টি স্কুল মিলিয়ে মোট ১২৭টি স্কুল এবং মোট ৩৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

প্রতিটি জেলার ৮টি স্কুল অর্থাৎ সব মিলিয়ে ১২০ টি স্কুলের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলাপ্রতিনিধি স্কুলগুলিকে এই পর্যায় থেকে পরবর্তী পর্বে নির্বাচিত করা হবে।

Advertisement

প্রতিটি জেলার একটি নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হচ্ছে শব্দের এই মজার খেলা। জেলা পর্যায় থেকে বাছাই করা স্কুলগুলিকে নিয়ে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল বিভিন্ন রাউন্ডের মধ্য দিয়ে চূড়ান্ত পর্বে নির্বাচিত হবে ‘শব্দ-জব্দ ২০২৫’-এর সেরা তিনটি স্কুল।

এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement