Shobdo Jobdo Bengali Word Game

শুরু হতে চলেছে ‘শব্দ-জব্দ ২০২৫’-এর জেলাস্তরের প্রতিযোগিতা, কারা পৌঁছবে চূড়ান্ত পর্বে?

আগামী ১১ অগস্ট, পূর্ব মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের ‘শব্দ-জব্দ ২০২৫’ প্রতিযোগিতা।

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ২০:৩০
Share:

‘শব্দ-জব্দ ২০২৫’। নিজস্ব চিত্র।

মাতৃভাষার প্রতি ভালবাসা, সঙ্গে শব্দের জাদুকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে ‘শব্দ-জব্দ ২০২৫’। আনন্দবাজার ডট কম-এর এই অনন্য উদ্যোগে রাজ্যের ১৫টি জেলার ২৫০টিরও বেশি স্কুল এক মঞ্চে এসেছে শব্দের লড়াইয়ে, যেখানে প্রতিটি ধাপে বাছাই হচ্ছে সেরাদের মধ্যে সেরা।

Advertisement

নির্দিষ্ট স্কুলের, স্কুল প্রাঙ্গণেই আয়োজিত হচ্ছে ‘শব্দ-জব্দ’ প্রতিযোগিতা। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে স্কুল কর্তৃপক্ষ নির্বাচন করেছে ৩ জন শিক্ষার্থী, যারা জেলার স্তরে নিজেদের বিদ্যালয়ের হয়ে এই অভিনব খেলায় প্রতিনিধিত্ব করবে। এই পর্যায়ে নির্ধারিত হবে জেলার সেরা বিদ্যালয়গুলি।

আগামী ১১ অগস্ট, পূর্ব মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের ‘শব্দ-জব্দ ২০২৫’ প্রতিযোগিতা। জেলার বিভিন্ন স্কুলের নির্বাচিত তিন সদস্যের দল সেদিন অংশ নেবে জেলার সেরা হওয়ার লড়াইয়ে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে সেরা ৮টি স্কুল, যারা এগিয়ে যাবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে।

Advertisement

কলকাতায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে ১৫টি জেলার সেরা স্কুলগুলি। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় সেরা ৩টি স্কুলের মাথায় উঠবে বিজেতার মুকুট।

এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement