নিজস্ব চিত্র
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! আগামীকাল অর্থাৎ ২৮ অগস্ট রবীন্দ্র সদন প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। বাংলা শব্দের খেলায় কোন টিম যাবে এগিয়ে, কে হবে সেরার সেরা তা শুধু এখন সময়ের অপেক্ষা। এই চূড়ান্ত পর্বে ১২০টি স্কুলের মধ্যে থেকে বেছে নেওয়া ১৫টি স্কুলকে নিয়ে হবে ফাইনাল।
স্কুলগুলিকে প্রতিযোগিতার শেষ পর্বের বেশ কিছু নিয়মাবলি অনুযায়ী খেলতে হবে। সেগুলি হল—
● প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলের নির্বাচিত ৩ সদস্যের দল (টিম) প্রতিনিধিত্ব করবে।
● চূড়ান্ত পর্বের খেলা মোট ৩টি ধাপে হবে।
● প্রথম ধাপে মোট ৩টি ভাগে ভাগ করে ১২০টি স্কুল একে অপরের মুখোমুখি হবে।
● প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ধাপে মোট ৬০টি স্কুলকে দ্বিতীয় ধাপের খেলার জন্য বেছে নেওয়া হবে।
● দ্বিতীয় ধাপে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট ১৫টি দল তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ধাপের খেলায় অংশগ্রহণ করবে।
● তাদের মধ্যে থেকেই সেরা তিনটি স্কুলকে বেছে নেওয়া হবে।
● প্রতিটি ধাপের শেষে ঘোষণা অনুযায়ী সমস্ত প্রতিযোগীদের নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। যারা সেই সময়ে অনুপস্থিত থাকবে, তাদের বাতিল বলে গণ্য করা হবে।
শব্দ নিয়ে খেলার হাত ধরে আগামী প্রজন্মকে মাতৃভাষার শিকড়ের সঙ্গে জুড়ে রাখার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। শব্দ-ধাঁধার জমজমাট টক্করে বেছে নেওয়া হবে বাংলা-সেরা স্কুলকে। খেলাচ্ছলেই বাংলা ভাষার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে বর্তমান প্রজন্ম। শব্দের এই লড়াইয়ে কারা যাবে এগিয়ে? শেষ হাসি হাসবে কারা? জানতে হলে নজর রাখতে হবে আনন্দবাজার ডট কম-এর 'শব্দ-জব্দ' বিভাগে।
এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।