Breast Cancer in Men

স্তন ক্যানসারে আক্রান্ত ৪২-এর যুবক! কোন কোন উপসর্গ দেখলে পুরুষদেরও সতর্ক হতে হবে?

সম্প্রতি আমেরিকার এক রন্ধনশিল্পী নিজের স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করার কথা তুলে ধরেছেন সমাজমাধ্যমে। 'মেয়েলি অসুখ' ভেবে চেনা উপসর্গগুলিকে গুরুত্ব দেননি বলেই ক্যানসারের সঙ্গে তাঁর লড়াই আরও কঠিন হয়েছে বলে জানিয়েছেন ৪২ বছরের ম্যাট কেলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:১২
Share:

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার। ছবি: সংগৃহীত।

স্তন ক্যানসারের সমস্যা সাধারণত মহিলাদের মধ্যেই দেখা যায়। ফলে ধরে নেওয়া হয় যে, এটি একটি ‘মেয়েলি’ অসুখ। তবে ক্যানসার চিকিৎসকরা জানাচ্ছেন, পুরুষদের মধ্যেও দেখা যায় স্তন ক্যানসার। পুরুষদের বুকে স্তনবৃন্তের ঠিক নীচে অল্প পরিমাণ অকার্যকরী কিছু স্তন কোষ থাকে। এই কোষগুলির অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলেই পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের সমস্যা দেখা যায়। সম্প্রতি আমেরিকার এক রন্ধনশিল্পী নিজের স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করার কথা তুলে ধরেছেন সমাজমাধ্যমে। মেয়েলি অসুখ ভেবে চেনা উপসর্গগুলিকে গুরুত্ব দেননি বলেই ক্যানসারের সঙ্গে তাঁর লড়াই আরও কঠিন হয়েছে বলে জানিয়েছেন ৪২ বছরের ম্যাট কেলি।

Advertisement

গত বছর অক্টোবর মাসে বুকের কাছে জমা মাংসপিণ্ড দেখেও তেমন তোয়াক্কা করেননি ম্যাট। ধীরে ধীরে মাংসপিণ্ডটির আকার বাড়তে দেখে স্ত্রীর জোরাজুরিতে তিনি চিকিৎসকের পরামর্শ নেন এবং ডিসেম্বরের শেষের দিকে ধরে পড়ে যে, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। কেলি সমাজমাধ্যমে এসে বলেন, ‘‘আমি এখন ক্যানসারমুক্ত, তবে সারা জীবন আমায় কেমো করাতে হবে। পুরুষ বন্ধুদের আমার পরামর্শ, সামান্যতম উপসর্গকেও অবহেলা করবেন না, কিছু সন্দেহজনক মনে হলেই পরীক্ষা করান।’’

ম্যাট কেলি। ছবি: সংগৃহীত।

পৃথিবীতে যত জন স্তন ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে এক শতাংশ পুরুষ। আক্রান্তের সংখ্যা কম হলেও এই এক শতাংশের রোগ যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে। ফলে আগে থাকতে সচেতন হওয়া জরুরি। কিন্তু সচেতন হওয়ার জন্য স্তন ক্যানসারের উপসর্গগুলি জানা দরকার।

Advertisement

পুরুষদের স্তন ক্যানসারের উপসর্গগুলি কী?

১) স্তনের চারপাশে ফোলা ভাব, দুর্গন্ধ কিংবা কোনও ক্ষত তৈরি হলে আগে থেকে সচেতন হওয়া খুবই জরুরি।

২) স্তনবৃন্তের রঙের পরিবর্তন হয়। লালচে হয়ে যায়।

৩) যে চামড়া স্তন ঢেকে রাখে, তাতে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। চামড়া কুঁচকে যায়, তাতে ভাঁজ বা খাঁজ তৈরি হয়।

কী ভাবে নির্ধারণ করবেন স্তনের ক্যানসার?

আল্ট্রাসোনোগ্রাফি ও ম্যামোগ্রাফির মাধ্যমে স্তন ক্যানসার নির্ণয় করা হয়। বায়োপ্সির সঙ্গে করা দরকার ইস্ট্রোজেন ও প্রোজেস্ট্রেরন হরমোনের পরীক্ষাও। প্রোটিন পরীক্ষাও করা হয়।

কোন বয়সের পুরুষদের মধ্যে বেশি দেখা যায় স্তন ক্যানসার?

৪০-৬০ বছরের পুরুষদের মধ্যে সাধারণত এই রোগ বেশি দেখা যায়। পরিবারে ক্যানসারের কোনও ইতিহাস থাকলে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ওজন বেশি থাকলেও পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement