Pumpkin seeds water benefits

ভেজানো কিশমিশের জল খেতে বলেন পুষ্টিবিদেরা, ভেজানো কুমড়োর বীজের জল খেলে কী হয় জানেন?

কুমড়োর বীজ ভিজিয়ে রাখার পরে তার জলটি ফেলে দেন কি? পুষ্টিবিদেরা বলছেন, ওই জলও শরীরের জন্য উপকারী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ২০:৩০
Share:

ছবি : সংগৃহীত।

ভিজিয়ে খাওয়া এক ব্যাপার। সে তো চিনেবাদাম, কাঠবাদাম, কিশমিশ, ছোলা, মুগ— কত কিছুই থাওয়ার আগে ভিজিয়ে রাখার নিয়ম। এমনকি, যে কুমড়োর বীজের কথা বলা হচ্ছে, তা-ও ভিজিয়ে খেতে বলা হয়। কিন্তু কুমড়োর বীজ ভিজিয়ে রাখার পরে তার জলটি ফেলে দেন কি? পুষ্টিবিদেরা বলছেন, ওই জলও শরীরের জন্য উপকারী।

Advertisement

কুমড়োর বীজ, তা সে দোকান থেকে কেনা সবুজ বীজ হোক বা বাজার থেকে কুমড়ো কিনে আনার পরে যে বীজ ফেলে দেন, তা-ও পরিষ্কার করে ধুয়ে যদি সারারাত ভিজিয়ে রাখা যায় এবং তার জল সকালে খালিপেটে খাওয়া যায়, তবে তা নানা উপকারে লাগে।

১। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

Advertisement

কুমড়োর বীজে রয়েছে ভিটামিন ই এবং ক্যারেটোনয়েডের মতো জোরালো অ্যান্টি-অক্সিড্যান্ট। যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। ফলে কোষের ক্ষতি কম হয়।

২। হার্টের স্বাস্থ্যের জন্য ভাল

কুমড়োর বীজে রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো হার্টের জন্য উপকারী খনিজ এবং স্বাস্থ্যকর ফ্যাট। যা রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি, রক্তে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করে। তাতে হার্টের অসুখের ঝুঁকি কমে।

৩। হজমে সাহায্য করে

কুমড়োর বীজের গ্লাইসেমিক ইনডেক্স অত্যন্ত কম। ফাইবারও বেশি। কুমড়োর বীজ ভেজানো জলে তার পুষ্টি সঞ্চার হয়। নিয়মিত সেই জল খেলে তা হজমে সাহায্য করে।

৪। ভাল ঘুম হয়

কুমড়োর বীজে থাকা ট্রিপ্টোফান এবং অ্যামাইনো অ্যাসিড শরীরে গেলে তাতে ঘুম ভাল হয়।

৫। ভাবনাচিন্তার ক্ষমতা বৃদ্ধি করে

কুমড়োর বীজে থাকা ম্যাগনেশিয়াম এবং জ়িঙ্ক মস্তিষ্কের স্বাস্থ্য়ের জন্য ভাল। তা মেধাবৃদ্ধিতেও সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement