Teeth Whitening Myth

সমাজমাধ্যমে দাঁত সাদা করার টোটকা দেখে অনুপ্রাণিত অভিনেত্রী, এর ফলাফল কী হতে পারে?

দাঁত ঝকঝকে করতে সমাজমাধ্যমেই রয়েছে ঘরোয়া টোটকা। তা দেখেই অনুপ্রাণিত হিন্দি সিরিয়ালের অভিনেত্রী। সেই টোটকা ব্যবহারের ফলাফল নিয়ে চিকিৎসকের মত কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৭:১৭
Share:

ঘরোয়া টোটকায় দাঁত সাদা হয় কি না, পরখ করে দেখলেন অভিনেত্রী নিয়া শর্মা। ছবি: ইনস্টাগ্রাম।

চুল থেকে মুখ, দাঁত কী করে ভাল রাখা যায়, সমস্যা সমাধানের উপায় মিলবে এক ক্লিকেই। সমাজমাধ্যমেই রয়েছে ঘরোয়া টোটকা। আর তা দেখেই অনুপ্রাণিত হিন্দি সিরিয়ালের অভিনেত্রী এবং মডেল নিয়া শর্মা।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে সমাজমাধ্যমের দেখানো টোটকা অক্ষরে অক্ষরে মেনে দাঁত মেজেছেন তিনি। নিজেই জানিয়ে নিয়া বলেছেন, ‘‘আজকে আমি ইনস্টাগ্রামে দেখানো পন্থা অনুসরণ করে দাঁত মাজতে চলেছি।’’

টোটকা বলছে, বেকিং সোডার সঙ্গে মেশাতে হবে নুন, নারকেল তেল এবং মাজন। সব মিশিয়ে দাঁত মাজলেই নাকি হলদে হয়ে যাওয়া দাঁত হয়ে উঠবে দুধ-সাদা।

Advertisement

নিয়ার দাঁত কতটা সাদা হয়েছিল তা অবশ্য স্পষ্ট নয়, তবে নয়া দিল্লির দাঁতের চিকিৎসক নিয়তি অরোরা বলছেন, ‘‘বারবার এই ধরনের টোটকা ব্যবহারে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের বাইরের আস্তরণ বা এনামেল ক্ষয়ে গেলে দাঁত হলুদ হয়ে যেতে পারে। তখন আর শত চেষ্টাতেও তা সাদা করা যাবে না।’’

চিকিৎসকের কথায়, কোনও কিছু পরিষ্কার করতে ঘরোয়া উপকরণ হিসাবে বেকিং সোডা ব্যবহার করা হয়। নুন এবং বেকিং সোডার প্রভাবে দাঁতের উপরের স্তর ক্ষয়ে যেতে পারে। তবে তেলের ব্যবহার বা তেল দিয়ে কুলকুচি মাড়ির স্বাস্থ্য ভাল রাখতে পারে। দাঁতের উপরের সাদা অংশ হল এনামেল, তার নীচে থাকে ডেন্টিন। এনামেল ক্ষয়ে গেলে দাঁত স্পর্শকাতর হয়ে পড়বে।ঠান্ডা বা বেশি গরমে শিরশিরানি হতে পারে সে ক্ষেত্রে। তা ছাড়া এনামেলের আস্তরণ পাতলা হয়ে গেলেই ভিতর থেকে ডেন্টিনের হলুদ স্তর উঁকি দেবে।

দাঁতের হলদে ছোপ দূর করার ভাল উপায় হাইড্রোজেন পারক্সাইড-যুক্ত মাজন। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা ব্যবহার করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement