Alcohol Cause Brain Stroke

অতিরিক্ত মদ্যপানে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়! দিনে কতটা মদ খেলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়বে?

অ্যালকোহল যে ব্রেন স্ট্রোকেরও কারণ হতে পারে, এ সম্পর্কিত সমীক্ষা চালিয়েছে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা। তাঁদের সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ‘নিউরোলজি’ মেডিক্যাল জার্নালে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৬:১৯
Share:

কতটা মদ্যপান ব্রেন স্ট্রোকের কারণ হতে পারে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মদ্যপানে লিভারের ক্ষতি হয় তা জানাই আছে। মস্তিষ্কের ক্ষতি হয় কতটা? আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) ও মাস জেনারেল ব্রিগহ্যাম-এর গবেষকেরা তাঁদের সাম্প্রতিক গবেষণায় দাবি করেছেন, প্রতি দিন আকণ্ঠ মদ্যপান করলে শুধু যে ফ্যাটি লিভারের রোগ হবে, এ ধারণা ভুল। অ্যালকোহল মস্তিষ্কের রক্তনালি ছিঁড়ে দেয়। ফলে মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ হতে হতে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

Advertisement

অ্যালকোহল যে ব্রেন স্ট্রোকেরও কারণ হতে পারে, এ সম্পর্কিত সমীক্ষা চালিয়েছেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসকেরাও। তাঁদের সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ‘নিউরোলজি’ মেডিক্যাল জার্নালে। চিকিৎসকেরা জানিয়েছেন, ১৬০০ জনের মতো রোগীকে নিয়ে পরীক্ষাটি করা হয়। প্রত্যেকেরই মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হচ্ছিল। তাঁদের যে রোগটি ধরা পড়ে, তার নাম চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ইনট্রাসেরিব্রাল হেমারেজ’, যাকে চিকিৎসকেরা সহজ করে বলেন ‘ব্রেন ব্লিড’। মস্তিষ্কের রক্তনালি ও রক্তজালিকা ছিঁড়ে গিয়ে রক্তপাত হতে শুরু করে। দীর্ঘ সময় ধরে এমন হতে থাকলে, ব্রেন স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে। চিকিৎসকেরা দেখেন, ১৬০০ জন রোগীর মধ্যে অন্তত ৭০ শতাংশই অতিরিক্ত মদ্যপান করেন এবং সে কারণেই তাঁদের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। ২০০৩ থেকে ২০১৯ সাল অবধি সমীক্ষাটি চালানো হয় ও তাতে নিশ্চিত করেই দাবি করা হয় যে, অ্যালকোহলই মস্তিষ্কের ক্ষতির অন্যতম বড় কারণ।

নিয়মিত মদ্যপান করলে রক্তচাপ ও রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়তে পারে৷ ওজন বাড়ে৷ বাড়ে ডায়াবিটিসের আশঙ্কা৷ মদ্যপান হার্টরেট এলোমেলো করে দিতে পারে৷ হঠাৎ খুব বেশি মদ্যপান করলে আশঙ্কা বাড়ে হৃদ্‌রোগের৷ এ সবের পাশাপাশি রক্তে জমা বর্জ্য মস্তিষ্কের প্রদাহ বাড়িয়ে তোলে। চাপ পড়ে রক্তবাহী নালিতে। ফলে রক্তনালি ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে। গবেষকেরা দেখেছেন, দিনে চার পেগ বা তারও বেশি মদ্যপান করেন যাঁরা, তাঁদের রক্তচাপের আচমকা হেরফের ঘটে। অতিরিক্ত রক্তচাপের কারণে রক্তে অনুচক্রিকা বা প্লেটলেটের পরিমাণ কমতে থাকে। যে কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তা আর বন্ধ হয় না। তখন বিপদ ঘটে যায়। কিছু ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে, দিনের পর দিন অতিরিক্ত মদ্যপানের কারণে ‘সিভিয়ার ব্রেন হেমারেজ’ হয়েছে।

Advertisement

মদ্যপানের কোনও নিরাপদ মাত্রা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র হিসেবে মদ্যপান যাঁরা নিয়মিত করেন, তাঁরা পরিমাণ কমানোর চেষ্টা করতে পারেন। হু-র নির্দেশিকায় বলা হয়েছে সপ্তাহে ২১ ইউনিটের বেশি মদ্যপান ক্ষতিকারক। এক ইউনিট মানে হল ২৫ মিলিলিটার। পুরুষদের ক্ষেত্রে সপ্তাহে ২১ ইউনিটের কম ও মহিলাদের ক্ষেত্রে সপ্তাহে ১৪ ইউনিটের কম। অন্তঃসত্ত্বাদের জন্য একেবারেই নয়। তবে হু এ-ও জানিয়েছে, মদ্যপান সব দিক থেকেই ক্ষতিকারক। কাজেই হিসেব মেপেও যদি রোজ খেতে থাকেন, তা হলে হার্ট, লিভার ও মস্তিষ্কের ক্ষতি হবেই। যদি শরীরে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং হার্ট দুর্বল হয়, তা হলে রোজ মদ্যপান বিপজ্জনক হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement