Anti-Bloating Tea

আদা কুচি দিয়ে চা তো প্রায়ই খান, অম্বল একেবারে নির্মূল করতে খেতে হবে একটি বিশেষ ধরনের চা

খালি পেটে চা খেলে অম্বল হয় অনেকের। কিন্তু এই চা অম্বলের সমস্যাকে চিরতরে বিদায় জানাবে। এর জন্য মেশাতে হবে সামান্য কিছু উপকরণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৪:৫১
Share:

অম্বল, কোষ্ঠকাঠিন্য নির্মূল করবে একটি বিশেষ ধরনের চা। ছবি: ফ্রিপিক।

বাঙালির অম্বল হবে না, তা যেন হতেই পারে না। কাঁড়ি-কাঁড়ি অ্যান্টাসিড বাঙালি জীবনের অঙ্গ। তবু সে গ্যাস আর অম্বলকে কাত করতে পারেনি। সর্ব ক্ষণ হয় পেট ফুলছে বা বদহজম হচ্ছে। খাবার দেখলে লোভ হচ্ছে, কিন্তু খেতে ভয় করছে। আর যদি বা রোল-চাউমিন বা পিৎজ়া-বার্গারের দিকে হাত বাড়ালেন, তো পর ক্ষণেই গলা-বুক জ্বালা, চোঁয়া ঢেকুর। তখন অ্যান্টাসিডই ভরসা। ওষুধে যাঁদের অরুচি এসেছে, তাঁরা আদা দিয়ে চা বা জোয়ানের জল খেয়ে অম্বল কমানোর চেষ্টা করেন। তবে তা সাময়িক। বাঙালির অম্বল চিরতরে দূর হবে এমন টোটকা এখনও জানা যায়নি। কিন্তু একটি বিশেষ রকম চা নিয়ে এখন খুব চর্চা চলছে। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, শুধু আদা নয়, আরও কিছু উপকরণ মিশিয়ে এমন ভেষজ চা তৈরি করা যায় বাড়িতেই, যা নিয়মিত পান করলে গ্যাস-অম্বল তো বটেই, কোষ্ঠকাঠিন্য়ের সমস্যা থেকেও রেহাই পাওয়া যাবে।

Advertisement

বাঙালি বরাবরই চা-প্রেমী। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে সকালই ঠিক জমে না। তবে এখন দুধ-চিনি দিয়ে মালাই চা বানিয়ে খাওয়ার অভ্যাস অনেকটাই কমেছে। অম্বলের ভয়েই হোক বা ওজন কমানোর জন্যই হোক, গ্রিন টি, নানা রকম ভেষজ চা খাওয়ার চল হয়েছে বাঙালি বাড়িতেও। হিবিসকাস টি, ক্যামোমাইল টি, পেপারমিন্ট টি— এমন নানা ধরনের চা পাওয়া যাচ্ছে বাজারে। তবে এগুলি সবই কেনা চা। স্বাদ বাড়াতে তাতে নানা রকম কৃত্রিম উপাকরণও মেশানো হয়। তাই এমন চা যদি বাড়িতেই বানানো যায়, তা হলে কেমন হয়?

আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের শরীরচর্চা ও খাওয়াদাওয়ায় নজর রাখেন অনুষ্কা পড়ওয়ানি। তিনি একাধারে পুষ্টিবিদ এবং ফিটনেস প্রশিক্ষক। অনুষ্কা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট করে জানিয়েছেন, পেট ফাঁপা, গ্যাস-অম্বল ও শরীরের প্রদাহ কমাতে বিশেষ এক ধরনের চা পান করার পরামর্শ দেন তিনি। এই চা সকালে খেলে কোষ্টকাঠিন্যের সমস্যাও দূর হবে।

Advertisement

কী ভাবে বানাবেন?

উপকরণ

১ ইঞ্চির মতো আদা

১টি দারচিনির টুকরো

আধ চা-চামচ শুকনো আদার গুঁড়ো

দেড় চামচ তুলসিপাতা

৩টি গোটা গোলমরিচ

১ চামচ অরিগ্যানো

২টি রসুনের কোয়া

২টি ছোট এলাচ

১/৪ চামচ মৌরি

১ চামচ জোয়ান

আধ চামচ হলুদ

১ চামচ মধু

প্রণালী

সসপ্যানে দু’কাপের মতো জল গরম করুন। এতে মধু ছাড়া বাকি সব উপকরণ মেশাতে হবে। এলাচ, দারচিনি, আদা থেঁতো করে দিলেই ভাল। জল ফুটতে শুরু করলে ঢেকে দিন ৫ মিনিটের জন্য। জলের রং বদলাতে থাকবে। সুন্দর গন্ধ বার হবে। এ বার গ্যাস বন্ধ করে চা ছেঁকে নিয়ে তাতে মধু মিশিয়ে খান। রোজ সকালে খালি পেটে এই চা খেলে অম্বল, অ্যাসিড-রিফ্লাক্সের সমস্যা দূর হবে। ঘন ঘন ওষুধ খাওয়ারও দরকার পড়বে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement