cancer

Stomach Cancer: বিয়ে করলে কমতে পারে কর্কট রোগে ভোগার ঝুঁকি, দাবি গবেষণায়

৩০০০ গ্যাস্ট্রিক ক্যানসারে আক্রান্তকে নিয়ে সমীক্ষা চালানো হয়। রোগীদের প্রত্যেকেই ছিলেন ক্যানসারে প্রথমিক পর্যায় আক্রান্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৫:৪৩
Share:

ক্যানসারে আক্রান্তদের কেন পরিবার প্রয়োজন?

কথায় আছে, বিয়ে আদতে দিল্লির লাড্ডু! খেলেও বিপদ আর না খেলেও আফসোস। তা বলে বিয়ে না করলে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়, এ কথা কি জানতেন? সম্প্রতি ‘ইনভেস্টিগেটিভ জার্নাল’-এ প্রকাশিত এক গবেষণায় এমনটাই উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, যাঁরা অবিবাহিত বা যাঁদের জীবনসঙ্গী নেই, তাঁদের ক্ষেত্রে পাকস্থলীর ক্যানসারে মৃত্যু হওয়ার ঝুঁকি অনেক বেশি।

Advertisement

বিবাহিত হলে ক্যানসার রোগীদের দীর্ঘায়ু পেতে সাহায্য করতে পারে। নতুন গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। ৩০০০ গ্যাস্ট্রিক ক্যানসারে আক্রান্ত রোগীদের দিয়ে এই গবেষণা চালানো হয়। রোগীদের প্রত্যেকেই ছিলেন ক্যানসারের প্রথমিক পর্যায় আক্রান্ত। চিনা বিজ্ঞানীরা দেখেছেন যে, ৭২ শতাংশ বিবাহিত পুরুষ ও মহিলাদের গ্যাস্ট্রিক ক্যানসার ধরা পড়ার পর অবিবাহিতদের তুলনায় পাঁচ বছর বেশি বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।

গবেষকদের মতে, জীবনসঙ্গী পাশে থাকলে তিনি আপনার খেয়াল রাখতে পারেন। অসুখ হলে ওষুধ খাওয়ানো এবং অন্যান্য সেবা তার মাধ্যমে পাওয়া সম্ভব। ফলে রোগীর জন্য স্বাস্থ্যকর আচরণ মেনে চলা সহজ হয়। দীর্ঘায়ু হওয়ার জন্য এসব অভ্যাস জরুরি। আর শরীরে কোনও রকম সমস্যা হলে যাঁরা অবিবাহিত বা একা থাকেন তাঁরা ততটাও গুরুত্ব দেন না। আর তাতেই রোগে কাবু হওয়ার ঝুঁকি বাড়ে।

Advertisement

গবেষণায় দেখা গিয়েছে যাঁরা বিবাহিত তাঁদের ক্ষেত্রে রোগ আগেই ধরা পড়েছে তাই চিকিৎসা পদ্ধতিও দ্রুত চালু করা সম্ভব হয়েছে। তাই বিবাহিতদের সুস্থতার হারও বেশি। বিবাহিতরা আর্থিক ও মানসিক দুই ক্ষেত্রেই রোগের সঙ্গে লড়াই করার বেশি সামর্থ্য রাখে।

গবেষণায় ধরা পড়েছে, যাঁদের স্বামী কিংবা স্ত্রী মারা গিয়েছেন, তাঁদের ক্ষেত্রে পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকির হার অনেকটাই বেশি। সাধারণ ভাবেই শরীরের প্রতি অযত্ন এর পিছনে বড় কারণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন