Boney Kapoor weight loss

২৬ কেজি ওজন কমেছে, সুস্থ জীবনে ফিরতে বনিকে কী ভাবে অনুপ্রাণিত করেন শ্রীদেবী?

একটা সময়ে সুস্থ জীবনযাপন করতেন না। এখন ওজন কমিয়ে কড়া ডায়েটে থাকেন প্রযোজক বনি কপূর। সারা দিনে তিনি কী কী খাবার খান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৩:৪৪
Share:

সুস্থ জীবনযাপন করতে বনি কে অনুপ্রাণিত করেছিলেন শ্রীদেবী। ছবি: সংগৃহীত।

বলিউড প্রযোজক বনি কপূরের দেহের ট্রান্সফর্মেশন এখন চর্চিত। সম্প্রতি অভিনেতা ওজন কমিয়েছেন। আবার মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট অস্ত্রোপচার করিয়েছেন। তাঁর এই নতুন লুক দেখে অনেকেই হতবাক হয়েছেন। সমাজমাধ্যমেও বনি প্রশংসা কুড়িয়েছেন। তবে বলি জানিয়েছেন, তাঁর এই পরিবর্তনের নেপথ্যে ছিলেন স্ত্রী শ্রীদেবী।

Advertisement

সম্প্রতি তাঁর পরিবর্তন প্রসঙ্গে বনি বলেছেন, ‘‘আমার মনের জোর খুব বেশি। আমরা ওজন এখন ৮৮ কেজি। আরও ৩ কেজি কমাতে চাই।’’ একসময়ে বনির ওজন ছিল ১১৪ কেজি। সেখান থেকে তিনি শুধুমাত্র ডায়েটের মাধ্যমে ২৬ কেজি ওজন কমিয়েছেন। সেই মতো নিজের ডায়েটে রদবদলও করেছেন তিনি।

বনির ডায়েট

Advertisement

বনি জানিয়েছেন, ওজন কমাতে প্রাতরাশে তিনি নানা ধরনের ফলের রস এবং কাটা ফল খান। সঙ্গে থাকত দুটো ডিমের সাদা অংশের অমলেট। দুপুরে মূলত তিনি স্যুপ খান। আবার কখনও পাতে জোয়ারের রুটির সঙ্গে এক বাটি ডাল এবং অল্প সব্জি খান। রাতের খাবারে থাকে তন্দুরি চিকেন এবং স্যুপ। এই নিয়মের বাইরে খিদে পেলে তিনি চিল্লা খান। সারা সপ্তাহে এক-দু’দিন পছন্দ মতো খাবারও খেয়ে থাকেন বনি।

শ্রীদেবীর অনুপ্রেরণা

বনি জানিয়েছেন, তাঁর ট্রান্সফর্মেশনের নেপথ্যে অনুপ্রেরণা হিসেবে ছিলেন শ্রীদেবী। বনির কথায়, ‘‘নকল চুলের অস্ত্রোপচারের জন্য শ্রী আমাকে প্রথম হাসপাতালে নিয়ে যায়।’’ উল্লেখ্য, জীবনে দু’বার তাঁকে ধূমপান ত্যাগ করতে সাহায্য করেছিলেন শ্রীদেবী। ১৯৯৫ সালে তখন তাঁরা নিউ ইয়র্কে। তখনও জুটির বিয়ে হয়নি। শ্রীদেবীর অনুরোধে তৎক্ষণাৎ ধূমপান ত্যাগ করেন বনি। অভিনেত্রী নাকি বনিকে বলেছিলেন, ‘‘তুমি যদি সত্যিই আমাকে ভালবেসে থাকো, তা হলে ধূমপান ছেড়ে দাও।’’ তাঁর কথায়, ‘‘তার পর ১২ বছর আমি ধূমপান করিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement