Nails

Health: পায়ের নখের রং দেখেই স্বাস্থ্যের হাল টের পাওয়া সম্ভব, জেনে নিন কী ভাবে

নখের রং ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে? এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। লিম্ফিডেমা নামক রোগে এমন হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৩:৫৯
Share:

নখের রং দেখেই বোঝা যায় স্বাস্থ্যের হাল। ছবি: সংগৃহীত

চিকিৎসকের কাছে গেলে, অনেক সময়েই তাঁরা রোগী হাতের নখ পরীক্ষা করেন। কারণ নখ দেখেই স্বাস্থ্য সম্পর্কে অনেক কথা বলে দেওয়া সম্ভব। কিন্তু শুধু হাতের নখই নয়, পায়ের নখ দেখেও বলে দেওয়া যেতে পারে শরীর কেমন আছে।

নানা কারণে নখের স্বাভাবিক রং বদলে যেতে পারে। অনেকেই আবার পেডিকিয়োর করিয়ে স্বাভাবিক রং ফিরিয়ে আনেন। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে তা সম্ভব হয় না। কারণ শরীরের অন্য সমস্যার ছাপ পড়ে পায়ের নখে। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

Advertisement

• নখের কোণ লাল বা কমলা হয়ে আছে? এটা কোনও অসুখের কারণে নয়, সাধারণত নেলপলিশের কারণে হয়। নখের কোণে ঘাম বা জমে থাকা অন্য ধুলোময়লার সঙ্গে নেলপলিশ বিক্রিয়া করলে ও রকম রং হয়।

• নখ কালচে হলুদ হয়ে যাচ্ছে? এর পিছনে থাকতে পারে ছত্রাক জাতীয় সংক্রমণ। এই ধরনের সংক্রমণে নখের রং হলুদ হয়ে যায়।

Advertisement

• বেগুনি বা কালচে নখ? বেশির ভাগ ক্ষেত্রে এর কারণ নখে ধাক্কা লাগা। পায়ে ভারী কিছু পড়ে গেলে বা ছোট মাপের জুতো পরলে এমন হতে পারে।

নখের রং কেমন হলে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে?

• ভারী কিছু পড়েও যায়নি নখের উপর, নখে ব্যথাও নেই, কিন্তু রং কালচে হয়ে গিয়েছে? দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ কিডনির সমস্যায় এমন হতে পারে। যকৃতের সমস্যাও এর কারণ হতে পারে।

• নখের রং ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে? এ ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। লিম্ফিডেমা নামক রোগে এমনটা হয়। এ ছাড়াও ফুসফুসের নানা সমস্যাতেও পায়ের নখের রং হলদে হয়ে যেতে পারে। শরীরের রোগপ্রতিরোধ শক্তির সমস্যা হলেও পায়ের নখের রং ধীরে ধীরে হলুদ হয়। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন