Teeth Care

পুজোর আগে দাঁতের হলদে ছোপ দূর করতে চান? নুন আর তেলেই হতে পারে মুশকিল আসান

ধূমপানের অভ্যাস থাকলেও দাঁতে দাগছোপ পড়ে। জল কম খেলেও এমন হয় অনেক সময়। তবে কারণ যাই হোক, দাঁতের দাগছোপ তোলার কিছু উপায় রয়েছে। সেগুলি একেবারেই ঘরোয়া উপায়। কোন ঘরোয়া উপকরণগুলি দাঁতের দাগছোপ তুলতে সাহায্য করবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৪
Share:

পুজোর আগে কী ভাবে দাঁতের জেল্লা ফেরাবেন? ছবি: সংগৃহীত।

পুজোর আগে মাথার চুল থেকে পায়ের নখ যেমন যত্নআত্তি পায়, তেমনই দাঁতেরও চাই বাড়তি যত্ন। ঝকঝকে দাঁত চান সকলেই, কিন্তু চাইলেই বা ক’জন পান? সঠিক যত্নের অভাবে দাঁতে হলুদ দাগছোপ পড়ে যায়। ধূমপানের অভ্যাস থাকলেও দাঁতে দাগছোপ পড়ে। জল কম খেলেও এমন হয় অনেক সময়। আবার খাওয়াদাওয়ার গোলমালেও দাঁতে ছোপ পড়ে। তবে কারণ যাই হোক, দাঁতের দাগছোপ তোলার কিছু উপায় রয়েছে। সেগুলি একেবারেই ঘরোয়া উপায়। কোন ঘরোয়া উপকরণগুলি দাঁতের দাগছোপ তুলতে সাহায্য করবে?

Advertisement

দাঁতের হলদে ছোপ দূর করতে কাজে লাগাতে পারেন নুন আর সর্ষের তেল। দাঁতের যত্নে হেঁশেলের এই দুই বেশ উপকারী। দাঁতের হলদে ছোপ দূর করতে জন্য একটি ছোট পাত্রে অল্প সর্ষের তেল নিয়ে তাতে সাধারণ নুন কিংবা সৈন্ধব নুন মিশিয়ে নিন। এ বার মিশ্রণটিকে আয়োডিনমুক্ত করার জন্য পাত্রটি রোদে রেখে দিন ঘণ্টা দুয়েক। এ বার ওই মিশ্রণটি দিয়ে ২ মিনিট ব্রাশ করুন। এ বার ঈষদুষ্ণ গরম জলে মুখ কুচকুচি করে নিন। প্রতি পেস্ট দিয়ে দিন ব্রাশ করার পর এই উপায় আর এক বার ব্রাশ করে নিলেই ঝকঝকে হবে দাঁত। এর পাশাপাশি মাড়িতে সংক্রমণ, মাড়ি থেকে রক্তপাতের মতো সমস্যা থেকেও রেহাই পাবেন।

আর কী কী উপায় বাড়িতেই পরিষ্কার করা যাবে দাঁতের হদলে দাগ?

Advertisement

বেকিং সোডা

বেকিং সোডা গেরস্থালির বহু কাজে ব্যবহার করা হয়। দাঁত ঝকঝকে করে তুলতেও এই উপাদান সমান কার্যকরী। এক টেবিল চামচ বেকিং সো়ডা ব্রাশে নিয়ে ভাল করে দাঁতে ঘষে নিন। টানা ২-৩ মিনিট ঘষার পরে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দু’বার এই টোটকা মেনে চললেই দাঁত চোখের পড়ার মতো চকচকে হয়ে উঠবে।

ফিটকিরি আর নুন

দাঁতের দাগছোপ দূর করার জন্য ফিটকিরি এবং নুন দু’টোই অত্যন্ত উপযোগী। জেদি দাগ মুছতে ফিটকিরি এবং নুনের জুড়ি মেলা ভার। মাজনের সঙ্গে খানিকটা ফিটকিরি আর নুন মিশিয়ে দাঁত মাজলেও দাগছোপ চলে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement