Fish Bone

Remove Fish Bone: সাধের ইলিশ খেতে গিয়ে গলায় কাঁটা ফুটেছে? কী ভাবে মিলবে স্বস্তি

তাড়াহুড়োয় অনেক সময়েই মাছের কাঁটা গলায় আটকে যায়। কোন কোন উপায়ে এই সমস্যাকে বাগে আনা যায় জানেন?

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৯:৫৭
Share:

গলায় মাছের কাঁটা আটকে গেল? ঘরোয়া উপায়েই মুক্তি মিলবে সহজে

মাছ খেতে গিয়ে গলায় কাঁটা ফোটেনি, এমন বাঙালির সংখ্যা কম। ইলিশ, চিতল কিংবা কইয়ের মতো যে মাছগুলিতে কাঁটা বেশি, সেগুলি খাওয়ার সময়ে আচমকা গলায় কাঁটা আটকে যেতেই পারে। অনেকেই এই ঝক্কি এড়াতে কাঁটা আছে এমন মাছ এড়িয়ে চলেন। মাছ খেতে অভ্যস্ত যাঁরা, ভাল করে মাছ বেছে খাওয়ার কৌশলও তাঁরা রপ্ত করে ফেলেন প্রথম থেকেই। তবু বেকায়দায় গলায় মাছের কাঁটা বিঁধে যাওয়া খুব বিরল ঘটনা নয়। বরং তাড়াহুড়োয় প্রায়ই এমন সমস্যার সম্মুখীন হন অনেকে। কোন কোন উপায়ে এই সমস্যাকে বাগে আনা যায় জানেন?

শুকনো ভাত: কিছুটা শুকনো ভাত সামান্য চটকে নিয়ে দলা পাকিয়ে গিলে ফেলুন। এক বারে না হলে বেশ কয়েক বার চেষ্টা করুন।

পাকা কলা: একটি পাকা কলা একটু বেশি করে নিয়ে চিবিয়ে একবারে গিলে নিন। এতেও উপকার পাবেন।

প্রতীকী ছবি

জল-পাউরুটি: জলে ভিজিয়ে একটুখানি পাউরুটি গিলে নিন। পাউরুটির সঙ্গে কাঁটাও চলে যাবে।

মার্শমেলো: শুনতে অদ্ভুত লাগলেও মাছের কাঁটা দূর করতে এই ফিকির বেশ উপকারী। একটি বড় মার্শমেলো নিয়ে মুখে কিছু ক্ষণ রেখে লালা দিয়ে সামান্য নরম করে নিন। তার পর একবারে গিলে ফেলুন। মার্শমেলোর চটচটে চিনি কাঁটাও আটকে নিয়ে পেটে পৌঁছে দেবে।

ভিনিগার: ভিনিগারে মিশিয়ে নিন জল। এ বার এই মিশ্রণ অল্প অল্প করে খেতে শুরু করলেই এক সময়ে নেমে যাবে কাঁটা। ভিনিগারের অম্লতা ও কাঁটা নরম করে দেওয়ার ক্ষমতাই এর জন্য দায়ী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন