Effects of Coffee on Skin

৫ কারণ: ক্যাফিনজাতীয় পানীয় নিয়মিত খাওয়া এড়িয়ে চলুন

ঘুম থেকে উঠে কফি না খেলে চলে না। এ দিকে সেই কফি খেয়েই ত্বকের সমস্যা বেড়ে চলেছে, সে খেয়াল আছে কি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৩:৪৯
Share:

কফি খেলে ত্বকের ক্ষতি হয়? ছবি- সংগৃহীত

কফির গন্ধে দিন শুরু করার অভ্যাস বহু দিনের। তার পর কাজের ফাঁকে দু-এক ঘণ্টা অন্তর কফি খেতে খেতে কেমন যেন নেশার পর্যায়ে পৌঁছে গিয়েছে। একটানা কাজ করতে করতে একঘেয়েমি কাটাতে কফির বিকল্প নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অতিরিক্ত কফি বা ক্যাফিনজাতীয় পানীয় খেলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। যার ফলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এই ক্যাফিনজাতীয় পানীয় খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত জল না খেলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। এ ছাড়াও কফি অনেক সময়েই উদ্দীপক হিসাবে কাজ করে। ‘কর্টিজ়ল’-এর মতো হরমোনের ক্ষরণ বেড়ে গেলে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়। ফলে মুখে ব্রণর সমস্যা বেড়ে যেতে পারে।

Advertisement

কফি খেলে ত্বকের আর কী কী ক্ষতি হতে পারে?

Advertisement

১) কফিতে থাকা অ্যাসিডের প্রভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। যা ত্বকের সেবাম উৎপাদনেও হেরফের ঘটায়।

২) দুধ এবং চিনি দেওয়া ফিল্টার কফি খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাসের ফলে কিন্তু ত্বক ব্রণতে ভরে যেতে পারে।

৩) তৈলাক্ত ত্বকেও নাক এবং মুখের নির্দিষ্ট কিছু অংশ শুষ্ক হয়ে যেতে পারে।

৪) ক্যাফিনজাতীয় পানীয় খেলে ত্বকে প্রদাহও দেখা দিতে পারে।

৫) অতিরিক্ত কফি খেলে ঘুমের যে স্বাভাবিক চক্র, তাতেও প্রভাব পড়ে। ঘুম কম হলে ত্বকও জেল্লাহীন হয়ে পড়বে।

ত্বকের ক্ষতি এড়াতে দিনে কতটা ক্যাফিন খাওয়া যেতে পারে?

পুষ্টিবিদদের মতে, ক্যাফিনজাতীয় পানীয় থেকে কোনও রকম ক্ষতি এড়াতে ৪০০ মিলিগ্রামের বেশি কফি গুঁড়ো ব্যবহার করা উচিত নয়। পানীয় হিসাবে বলতে গেলে সারা দিনে ২ থেকে ৩ কাপ পর্যন্ত কফি খাওয়া যেতে পারে। পাশাপাশি শরীরে জলের ঘাটতি পূরণ করতে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া এবং ত্বকের ধরন অনুযায়ী নিয়মিত ত্বকচর্চা করারও পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন