Cancer Symptoms

ঘুম থেকে উঠেই হাত-পায়ে তীব্র যন্ত্রণা হচ্ছে? সতর্ক হোন, শরীরে ক্যানসার বাসা বাঁধল না তো?

হাড়ের ক্যানসার শরীরে ছড়িয়ে পড়তে সময় লাগে না। এই রোগ এমন সময়ে ধরা পড়ে, যখন আর করার কিছুই থাকে না। তাই চিনে নিন, নীরব ঘাতক হাড়ের ক্যানসার শরীরে বাসা বাঁধলে কোন উপসর্গ দেখে সতর্ক হবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৬:২৭
Share:

হাড়ের যন্ত্রণাকে কেন অবহেলা করবেন না? ছবি: শাটারস্টক।

ক্যানসার, এই একটা শব্দই ভয়ে আঁতকে ওঠার জন্য যথেষ্ট। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এই রোগের কিছু কিছু পর্যায়ের সঙ্গে লড়াই করা সম্ভব হলেও, শেষ পর্যায়ে ধরা পড়ার কারণে অনেককেই এই মারণরোগের কাছে হার মানতে হয়। দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে সামান্য ব্যথা বা কিছু পরিবর্তন দেখলেই আমরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিই। কিন্তু হাড় সংক্রান্ত সমস্যায় পড়লে কোনও ভাবে আঘাত লেগেছে ভেবে বসে থাকেন কেউ কেউ। আর এ কারণেই হাড়ের ক্যানসার শরীরে ছড়িয়ে পড়তে সময় লাগে না। এই রোগ এমন সময়ে ধরা পড়ে, যখন আর করার কিছুই থাকে না। তাই চিনে নিন, নীরব ঘাতক হাড়ের ক্যানসার শরীরে বাসা বাঁধলে কোন উপসর্গ দেখে সতর্ক হবেন।

Advertisement

১) কোনও চোট-আঘাত না পাওয়া সত্ত্বেও হাড়ে ব্যথা হওয়ার পাশাপাশি যদি সেই স্থানটি ফুলে যায়, বিশেষ করে গাঁটের স্থান ফুলে যায়, তা হলে এটি হাড়ের সাধারণ সমস্যা না-ও হতে পারে।

২) ফুলে যাওয়া স্থানে গোটার মতো কিছু অনুভব করা মাত্র সতর্ক হোন। যদি ব্যথার জায়গায় রক্ত জমাট বাঁধার মতো গোটা কিছু মনে হয়, তা হলে কিন্তু তা হাড়ের ক্যানসারের উপসর্গ হতে পারে।

Advertisement

৩) হাড়ে প্রচণ্ড ব্যথা হওয়া মানেই আপনার কোনও চোট লেগেছে, তা নয়। হাড়ের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হল, হাড়ে ব্যথা হওয়া। এই ব্যথা একটানা হবে না। হঠাৎই ব্যথা শুরু হয় এবং বন্ধ হয়ে যায়। রাতে ঘুমোনোর সময়ে ব্যথা শুরু হওয়া, ভারী কোনও জিনিস তোলার পর ব্যথা হওয়া বা হাঁটার ফলে হাড়ে ব্যথা হওয়া হতেই পারে হাড়ের ক্যানসারের লক্ষণ। এই প্রকার ব্যথার সঙ্গে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়াও কিন্তু ক্যানসারের উপসর্গ হতে পারে। তাই হাড়ের ব্যথাকে অবহেলা নয়।

৪) রাতে ঘুমের মধ্যে ভীষণ ঘামছেন? এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই ভাল, এই লক্ষণ কিন্তু মোটেই ভাল নয়।

৫) হাড়ের ক্যানসার শরীরে বাসা বাঁধলে হাড়ের ভিতরে ক্ষয় শুরু হয় এবং হাড় ভঙ্গুর হয়ে পড়ে। এর ফলে সাধারণ কাজ, যেমন ওঠা বা বসার সময়ে, হাঁটু ভেঙে বসার সময়ে বা নিতান্ত সাধারণ কারণেও অনেক সময়ে হাড় ভাঙা বা হাড়ে চিড় ধরার মতো ঘটনা ঘটতে পারে। সে ক্ষেত্রে সাবধান হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement