Healthy Food Habits

৫ স্বাস্থ্যকর খাবার: ভুল ভাবে খাচ্ছেন বলে শরীরে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে

শুধু স্বাস্থ্যকর খাবার খাওয়ার দিকে নজর দিলে হবে না। কী ভাবে খাচ্ছেন, তার উপরেও নজর দিতে হবে। সুস্থ থাকতে খাওয়ার পদ্ধতিতেও আনতে হবে বদল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৫:২৫
Share:

স্বাস্থ্যকর খাবার তো খাচ্ছেন, নিয়ম মানছেন কি? ছবি: এআই।

স্বাস্থ্যকর ভাবে রোজের ডায়েটে অনেক খাবারই যোগ করা হয়। কিন্তু খাওয়ার সময় এমন কিছু ভুল করা হয়, যা শেষমেশ শরীরের ক্ষতিই করে। এই ভুলগুলি হয়ে থাকে সম্পূর্ণ অজান্তেই। ফলে দিনের পর দিন একই ত্রুটি হয়ে চলে। শুধু স্বাস্থ্যকর খাবার খাওয়ার দিকে নজর দিলে হবে না। কী ভাবে খাচ্ছেন, তার উপরেও নজর দিতে হবে। সুস্থ থাকতে খাওয়ার পদ্ধতিতেও আনতে হবে বদল।

Advertisement

দই: রোজকার পাতে দই থাকে অনেকেরই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমশক্তি আরও ভাল করতে দইয়ের জুড়ি মেলা ভার। শরীরে শক্তি বাড়াতে যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দরকার, তেমনই খেয়াল রাখতে হবে, যেন খাবারের মধ্যে ভিটামিন ও খনিজ সমান পরিমাণে থাকে। সে জন্যই রোজের পাতে প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই রাখতে বলেন পুষ্টিবিদেরা। অনেকেই গরম ভাতের সঙ্গে দই মিশিয়ে খেতে পছন্দ করেন। এই অভ্যাস কিন্তু ভাল নয়। গরমের কারণে দইয়ের ভিতরে থাকা উপকারী ব্যাক্টেরিয়াগুলি মরে যায়। ফলে দইয়ের কোনও গুণই যায় না শরীরে।

কমলালেবু: শীত মানেই কমলালেবুর মরসুম। কমলালেবুতে রয়েছে ভরপুর পরিমাণে ভিটামিন সি। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। শীতকালীন সর্দি-কাশি থেকে দূরে থাকতে সাহায্য করে কমলালেবু। তা ছাড়া শীতকালে জল খাওয়ার প্রবণতা কমে যায়। সে ক্ষেত্রে জলের বিকল্প হতে পারে কমলালেবু। ত্বকের যত্ন নিতেও কমলালেবুর ভূমিকা অপরিহার্য। কমলালেবুতে থাকা ভিটামিন সি ত্বকের পুষ্টি কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে। তা ছাড়া কমলালেবুতে রয়েছে ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট, মিনারেলস— সামগ্রিক স্বাস্থ্যের যত্ন নিতে কমলালেবু সত্যিই উপকারী। তবে কমলালেবুর রস বানিয়ে খান কেউ কেউ। এতে কিন্তু শরীরে লাভের বদলে ক্ষতি বেশি হয়। রস করলে সব ফাইবার বেরিয়ে যায়, আর রসের মাধ্যমে রক্তের শর্করার মাত্রা একলাফে অনেকটা বেড়ে যায়।

Advertisement

কলা: কলার স্বাস্থ্যগুণ অনেক। হৃদ্‌যন্ত্র ভাল রাখা থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ— সবেতেই কলার ভূমিকা অনেক। মানসিক অবসাদে ভুগলেও রোজ কলা খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। কলায় কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমে। কলায় থাকা আয়রন রক্তাল্পতার মতো রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। ট্রিপটোফ্যান, ভিটামিন বি৬, ভিটামিন বি-র মতো একাধিক স্বাস্থ্যগুণ সমৃদ্ধ এই ফল শরীরের যত্ন নেয়। প্রাতরাশে অনেকেই কলা খান। তবে খালি পেটে এই ফল খেলে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। তাই প্রাতরাশে কিছু খেয়ে তার খানিক ক্ষণ পরেই কলা খেতে হবে।

পাতিলেবু: রোজকার ডায়েটে লেবু রাখা ভীষণ জরুরি। লেবুতে থাকে ভিটামিন সি, যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর চাঙ্গা রাখে, ত্বক ও চুলের জেল্লা বৃদ্ধি করে। তবে খুব বেশি গরম জলে লেবু মিশিয়ে খেলে তাতে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যায়, তাই কোনও লাভ হয় না। তাই লেবু জল খেতে হলে ঘরের তাপমাত্রায় রাখা জলে মিশিয়ে খান।

মধু: শীতে সংক্রমণ ঠেকাতে মধুও দারুণ উপকারী। তবে লেবুর মতোই অতিরিক্ত গরম জলে মেশালে মধুর গুণও নষ্ট হয়ে যায়। তাই মধু খেতে হলে ঈষদুষ্ণ জলে মিশিয়েই খাওয়া ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement