চুপিসাড়ে ছড়ায় অগ্ন্যাশয়ের ক্যানসার, কী কী লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে ফাইল চিত্র।
৫১ বছর বয়সেই প্রাণ কাড়ল অগ্ন্যাশয়ের ক্যানসার। সপ্তাহ দুয়েক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন সঙ্গীতশিল্পী ডি’অ্যাঞ্জেলো। তবে শেষরক্ষা হল না। ক্যানসার ছড়িয়ে পড়েছিল তাঁর সারা শরীরে। ১৯৯০ সালে 'নিও-সোল' সঙ্গীতের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিতি লাভ করেন ভার্জিনিয়ার বাসিন্দা ডি’অ্যাঞ্জেলো, যাঁর প্রকৃত নাম মাইকেল ইউজিন আর্চার। চার চারটি গ্র্যামি জিতেছেন তিনি।
অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি ইদানীংকালে বেড়েছে। পরিসংখ্যান জানাচ্ছে, অন্যান্য ক্যানসারের তুলনায় অগ্ন্যাশয়ের ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছেন মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা জানাচ্ছে, ২০২২ সালে ৪ লাখ ৬৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল অগ্ন্যাশয়ের ক্যানসারে। এ দেশে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে অন্তত ৩ শতাংশের মৃত্যুর কারণ অগ্ন্যাশয়ের ক্যানসার। এই ক্যানসার চুপিসাড়ে ডালপালা মেলে। ফলে দ্রুত রোগ নির্ণয় করা যায় না। যখন ধরা পড়ে, তখন শরীরে অনেকটাই ছড়িয়ে যায় ক্যানসার।
অগ্ন্যাশয় ক্যানসারের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল ‘প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা’। আমেরিকার ইউনিভার্সিটি অফ টেক্সাসের গবেষকেরা দাবি করেছেন, এই ক্যানসার ছড়াতে শুরু করলে তাকে নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব। এই ক্যানসার তাড়াতাড়ি ধরাও পড়ে না। তলে তলে শরীরে বাড়তে থাকে। কিন্তু পরীক্ষা করে দেখা গিয়েছে, অগ্ন্যাশয়ে যদি এই ক্যানসার বাসা বাঁধে, তা হলে একটি ]নের মাত্রা বেড়ে যায়। সেই প্রোটিনটির নাম ‘কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন সেল অ্যাডহেসন মলিকিউল ৭’। এই প্রোটিনটির বাড়বাড়ন্ত ঠেকাতে পারলেই ক্যানসার নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেই মনে করছেন গবেষকেরা।
কোন কোন লক্ষণ প্রকাশ পায়?
১) অসহ্য পেটে যন্ত্রণা এই ক্যানসারের অন্যতম লক্ষণ। কিছু খেলে কিংবা শুয়ে থাকলে এই যন্ত্রণা আরও বেড়ে যায়। এই ক্যানসারের ক্ষেত্রে মূলত পেটের উপরিভাগে যন্ত্রণা হয়। ধীরে ধীরে ব্যথা পেট থেকে পিঠের দিকে ছড়িয়ে পড়ে।
২) ঘন ঘন ডায়েরিয়া বা কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হওয়া, দীর্ঘ দিন ধরে জ্বর, ক্লান্তিও অগ্ন্যাশয়ে ক্যানসারের লক্ষণ হতে পারে।
৩) বার বার জন্ডিস ধরা পড়তে পারে। এই ক্যানসারে আক্রান্ত হলে প্রাথমিক পর্যায় অনেকেই জন্ডিসে আক্রান্ত হন।
৪) ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে পেটে তীব্র যন্ত্রণা হয়। পেটের উপর থেকে শুরু হওয়া এই যন্ত্রণা ক্রমশ গোটা পেট-সহ পিঠের শিরদাঁড়ায় ছড়িয়ে পড়ে। বুকের দিকেও এই ব্যথা উঠতে পারে। অনেক ক্ষেত্রে আবার তীব্র ব্যথার সঙ্গে বমিও হয়ে থাকে। এমন উপসর্গ দেখা দিলে সাবধান হতে হবে।