Sound waves to treat Cancer

শব্দবাণে জব্দ হবে লিভার ক্যানসার! টিউমার কোষ ছিন্নভিন্ন করতে শব্দতরঙ্গ ছুড়ছেন বিজ্ঞানীরা

২০২১ সাল থেকে চলছে গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল। মানুষের শরীরেও এই পদ্ধতির প্রয়োগ হয়েছে বলে খবর। ২০২৩ সালে এই চিকিৎসা পদ্ধতিকে অনুমোদন দেয় আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১২:২৩
Share:

শব্দেই জব্দ হবে ক্যানসার, কেমোথেরাপির যন্ত্রণা থাকবে না। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শব্দের জোরে ক্যানসার ধ্বংস করার উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা। তরঙ্গের ধাক্কা এমন হবে, যা ছিন্নভিন্ন করে দেবে ক্যানসার কোষ। আশপাশের সুস্থ কোষগুলিতে আঁচও আসবে না। আমেরিকার ইউনিভার্সিটি অফ মিশিগানের গবেষকেরা লিভার ক্যানসারের চিকিৎসায় ‘আলট্রাসাউন্ড ওয়েভ’-কে কাজে লাগানোর চেষ্টা করছেন। ২০২১ সাল থেকে চলছে গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল। মানুষের শরীরেও এই পদ্ধতির প্রয়োগ হয়েছে বলে খবর। ২০২৩ সালে এই চিকিৎসা পদ্ধতিকে অনুমোদন দেয় আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)।

Advertisement

শব্দতরঙ্গ দিয়ে ক্যানসার ঘায়েল করার চিকিৎসার নাম ‘হিস্টোট্রিপসি’। ক্যানসার চিকিৎসায় অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিয়োথেরাপির মতো যন্ত্রণাদায়ক ও সময়সাপেক্ষ পদ্ধতিগুলির বিকল্প হিসেবে শব্দতরঙ্গকেই কাজে লাগানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা। শব্দের জোরে ধ্বংস হবে টিউমার কোষ, বন্ধ হবে কোষের অনিয়মিত বিভাজন। কেমোথেরাপি বা রেডিয়োথেরাপিতে ক্যানসার কোষ নষ্ট হয় ঠিকই, তবে আশপাশের সুস্থ কোষগুলিরও ক্ষতি হয়। এই ধরনের থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক, যা রোগীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কুরে কুরে নষ্ট করে ফেলে। ক্যানসার সারাতে গিয়ে তখন অন্যান্য অসুখ মাথাচাড়া দিতে থাকে। আল্টারসাউন্ড থেরাপি সে জায়গায় অনেক বেশি নিরাপদ ও নির্ভরযোগ্য বলেই দাবি করেছেন গবেষকেরা।

‘হিস্টোট্রিপসি’ করা হয় একটি যন্ত্রের মাধ্যমে। ওই যন্ত্র থেকে উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ বেরিয়ে রোগীর শরীরে প্রবেশ করে। শব্দের গতি এতটাই তীব্র হয় যে, তা টিউমার সৃষ্টিকারী কোষগুলিকে ছিঁড়েখুঁড়ে দেয়। ক্যানসার কোষের বিভাজন যদি বেশি হয়, তা হলে শব্দের জোরে কোষগুলি চুপসে যেতে থাকে। তার পর ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এই পরীক্ষাটি প্রথমে ইঁদুরের শরীরে করা হয়। লিভার ক্যানসারে আক্রান্ত ইঁদুরের উপর শব্দতরঙ্গের প্রয়োগ করে বিজ্ঞানীরা দেখেন, লিভারে তৈরি ক্যানসার কোষ প্রথম ধাক্কাতেই ৫০ থেকে ৭০ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে। বাদবাকি সুস্থ কোষগুলি অবিকৃত আছে।

Advertisement

হিস্ট্রোট্রিপসি যে যন্ত্রটি দিয়ে করা হবে, তার আবার ত্রিমাত্রিক ছবি তোলার ক্ষমতাও আছে। গর্ভস্থ ভ্রূণের অবস্থান দেখতে ঠিক যে ভাবে আলট্রাসাউন্ডকে কাজে লাগানো হয়, ওই যন্ত্রটিকে ঠিক সে ভাবেই কাজে লাগিয়ে শরীরের ভিতর কোন কোন জায়গায় ক্যানসার ছড়িয়েছে, তার স্পষ্ট ত্রিমাত্রিক ছবি পাওয়া যাবে। তার পর ঠিক সেই জায়গাগুলিকেই নিশানা করে শব্দবাণ ছোঁড়া হবে। একটি বাণেই ধ্বংস হবে শত শত ক্যানসার কোষ। মানুষের শরীরে পদ্ধতিটির পরীক্ষামূলক প্রয়োগ চলছে। ক্যানসারের চিকিৎসায় সকলের জন্য হিস্ট্রোট্রিপসির প্রয়োগ করা সম্ভব কি না, তা খতিয়ে দেখছেন গবেষকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement