artificial sweetener side effect

সুস্থ থাকতে কৃত্রিম চিনি খাচ্ছেন? সতর্ক না হলে একাধিক রোগের আশঙ্কা

চিনি ক্ষতিকারক। কিন্তু কৃত্রিম চিনি কি উপকারী? সাম্প্রতিক গবেষণায় নতুন তথ্য প্রকাশ্যে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৯:২৬
Share:

গবেষকেরা জানিয়েছেন কৃত্রিম চিনি শরীরের পক্ষে ক্ষতিকার। ছবি: সংগৃহীত।

বাজারে এখন স্বাস্থ্যকর খাবারের প্রচার করা হয়। তার মধ্যে কৃত্রিম চিনি (আর্টিফিশিয়াল সুগার) অন্যতম। চা থেকে শুরু করে রান্নায় তা অনেকেই ব্যবহার করেন। কিন্তু এই ধরনের চিনি খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে উপকারী? সাম্প্রতিক গবেষণায় কিন্তু আশঙ্কাজনক ইঙ্গিত করা হয়েছে।

Advertisement

সম্প্রতি ‘জার্নাল অফ অ্যাপ্লায়েড সাইকোলজি’-তে এই সম্পর্কিত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ইউনিভার্সিটিট অফ কলোরাডো বোল্ডারের গবেষকেরা কৃত্রিম চিনি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তাঁরা জানতে পেরেছেন, এই ধরনের চিনির দীর্ঘ মেয়াদি ব্যবহার নানা ধরনের রোগের কারণ হতে পারে।

কৃত্রিম চিনিতে এরিথ্রিটল নামের একটি উপাদান ব্যবহার করা হয়, যা চিনির মতো মিষ্টি। জানা গিয়েছে, এই উপাদানটি মানুষের মস্তিষ্কের কোষের ক্ষতিসাধন করতে পারে। গবেষকেরা জানিয়েছেন, এই এরিথ্রিটল বেশি মাত্রায় রক্তে প্রবেশ করলে তা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। গবেষণাগারে কোষে এই উপাদানটি প্রবেশ করিয়ে দেখা গিয়েছে, কোষের মধ্যে উল্লেখ্যযোগ্য পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি হয়নি। পাশাপাশি, এই ধরনের উপাদান শরীরে প্রবেশ করলে প্রদাহ তৈরি হতে পারে বলে জানা গিয়েছে।

Advertisement

গবেষক অবার্ন বেরি বলেন, ‘‘যদি কারও ধমনীর ব্যাস ছোট হয় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা থাকে, তা হলে স্ট্রোক হতে পারে।’’ তিনি জানিয়েছেন, কৃত্রিম চিনি থেকে হৃদ্‌রোগের আশঙ্কা সময়ের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement