Shower Head Cleaning

শাওয়ারেই লুকিয়ে যত ক্লেদ! স্নানের উদ্দেশ্য সফলের গোড়াতেই গলদ, পরিষ্কার-পরিচ্ছন্ন হবেন কী ভাবে

শাওয়ারের ভিতরে অজস্র ব্যাক্টেরিয়ার বাস। পরিষ্কার করা সত্ত্বেও সহজে সরানো যায় না। তা হলে কী ভাবে পরিষ্কার করবেন শাওয়ারের মুখ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ২০:১৭
Share:

শাওয়ারের মুখে ব্যাক্টেরিয়ার বাস। ছবি: সংগৃহীত।

শাওয়ার থেকে ঝরঝরিয়ে জল পড়ছে। আপনি স্নান করছেন। তা সে সকালের হোক বা রাতের, ক্লান্তি মেটানোর জন্য ওই জলই সম্পদ। ঝর্নার মতো পড়া জল দিয়ে গা ধুয়ে ফেললেই মনে হয়, সমস্ত ধুলোময়লা দূর হয়ে গিয়েছে। আপনি সম্পূর্ণ পরিচ্ছন্ন হয়ে গিয়েছেন। কিন্তু যদি বলা হয়, যাবতীয় ক্লেদ লুকিয়ে ওই শাওয়ারে, তা হলে মনে হতে পারে, সমস্ত চেষ্টাই জলে গেল।

Advertisement

শাওয়ারের ভিতরে অজস্র ব্যাক্টেরিয়ার বাস। শাওয়ারের মুখটি সারা দিন আর্দ্র এবং বন্ধ থাকে। ফলে সেখানে জীবাণু তৈরি হতে বেশি সময় লাগে না। জল বেরিয়ে গেলেও কিছু অংশ শাওয়ারের মুখে জমে থাকে। আর তাতেই সারা দিন ধরে আর্দ্র থাকে জায়গাটি। শাওয়ার চালানোর পর কিছু জীবাণু বাতাসে মিশে যায়। সব ব্যাক্টেরিয়া ক্ষতিকারক না হলেও কিছু এমনও থাকে, যা শ্বাসযন্ত্রে প্রবেশ করে ক্ষতিকর প্রভাব ফেলে।

শাওয়ারের মুখে ব্যাক্টেরিয়া জমে জমে বায়োফিল্ম তৈরি করে। এটি এক প্রকার আস্তরণ, যা শাওয়ারের মুখে তৈরি হয় এবং পরিষ্কার করা সত্ত্বেও সহজে সরানো যায় না। শীতকালে গরম জল ব্যবহার করা হয় বলে শাওয়ারের মুখের তাপমাত্রাও বেশ উষ্ণ থাকে। ফলে আরও দ্রুত বাসা বাঁধতে পারে ব্যাক্টেরিয়া। তাই শাওয়ারের মুখকে ব্যাক্টেরিয়া জমার আদর্শ জায়গা বললেও অত্যুক্তি হয় না। সময়ের সঙ্গে সঙ্গে এই স্তরগুলি শাওয়ারের মুখে এবং সংযুক্ত পাইপের গভীরে গিয়ে জমা হতে পারে। ফলে রোজ স্নানের সময়ে দূষিত পদার্থগুলি জলে মিশে যায়।

Advertisement

শাওয়ার থেকে বেরোনো জল যদি বায়োফিল্মে আব়ৃত হয়, তা হলে ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুবাহিত জলের কণা তৈরি হয়, যার মধ্যে ব্যাক্টেরিয়া জমে থাকে। সেগুলি মানুষের শ্বাসযন্ত্রে প্রবেশ করতে পারে, অথবা কোনও পৃষ্ঠে গিয়ে বসতে পারে। বদ্ধ শৌচালয়ে বেশ কয়েক মিটার ভেসে যেতে পারে কণাগুলি।

তা হলে কী ভাবে পরিষ্কার করবেন শাওয়ারের মুখ?

· নিয়মিত শাওয়ারের মুখ পরিষ্কার করতে হবে। তার জন্য প্রথমে শাওয়ারের মুখ খুলে নিন। তার পর ভিনিগার এবং জল মেশানো একটি মিশ্রণে শাওয়ারের মুখটি ডুবিয়ে রাখুন। বায়োফিল্ম সরানোর জন্য ছোট নরম ব্রাশ ব্যবহার করুন। কয়েক মাস অন্তর অন্তর এই উপায়ে শাওয়ারের মুখ পরিষ্কার করলে বায়োফিল্ম গেড়ে বসতে পারবে না।

· ধোয়ার পর ব্লিচ এবং জলের মিশ্রণ দিয়ে পরিষ্কার করে শাওয়ারের মুখের জীবাণুগুলি নাশ করুন। হাইড্রোজেন পারঅক্সাইডও ব্যবহার করতে পারেন।

· স্নানের আগে গরম জল চালিয়ে নিন এক বার। খানিকটা জল ফেলে দিন, যাতে জমা জল আগে বেরিয়ে যায় এবং জীবাণু জমতে না পারে।

· শৌচালয়ে হাওয়া চলাচল উন্নত করতে হবে, নয়তো স্নানঘর থেকে সহজে জীবাণুগুলি বাইরে বেরোবে না।

· শাওয়ারের মুখটি যদি অনেকটাই পুরনো হয়ে যায়, তা হলে সেটি বদলে ফেলাই বাঞ্ছনীয়। জীবাণু জমে জমে সেটির মেয়াদ নষ্ট হয়ে যাচ্ছে কি না দেখতে হবে। সে ক্ষেত্রে পুরনোটি ফেলে দিয়ে নতুন কিনে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement