‘আইল্যাশ এক্সটেনশন’ ব্যবহার করুন সাবধানে ছবি: শাটারস্টক।
চোখের পল্লব ঘন, কালো দেখাতে মাস্কারা ব্যবহার করেন। কিন্তু তা সত্ত্বেও পছন্দের নায়িকাদের মতো আঁখিপল্লব সুন্দর দেখায় না। মনের মতো ফলাফল পেতে ‘আইল্যাশ এক্সটেনশন’ বা নকল আঁখিপল্লব ব্যবহার করছেন অনেকেই। তবে এর থেকে যে চোখের ক্ষতিও হতে পারে, সেটা অনেকেরই আজানা। পল্লবের উপরে নকল পল্লব আটকানোর কারণে চোখে সংক্রমণ ধরা পড়েছে, এমন অনেক রোগীই আসছেন চিকিৎসকদের কাছে।
কৃত্রিম পল্লব ব্যবহারে ঠিক কী ভাবে ক্ষতি হচ্ছে চোখের?
শখ থাকলেও অনেকেই এই কৃত্রিম পল্লবের পিছনে খুব বেশি খরচ করতে চান না। সস্তার আইল্যাশ এক্সটেনশনগুলিতে এমন আঠা ব্যবহার করা হয় যা চোখ ও ত্বকের জন্য ক্ষতিকর। এই আঠায় থাকে বিভিন্ন রকম রাসায়নিক যেমন— ল্যাটেক্স, সেলুলোজ় গাম, সায়ানোঅ্যাক্রিলেটস, বেঞ্জোয়িক অ্যাসিড, ফর্মালডিহাইড। তাই চোখে কোনও কিছু ব্যবহারের কারণে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রতিবার ব্যবহার ও খোলার পরে ভাল করে চোখ ধুয়ে নিতে হবে। ব্যবহারের পরে দেখে নেবেন, চোখের পাতায় আঠা লেগে রয়েছে কি না। যদি আঠা লেগে থাকে, তা হলে তুলো দিয়ে আলতো করে পরিষ্কার করে নিতে হবে। প্রতিদিন মেকআপ তোলার পরে পরিষ্কার সুতির কাপড়ে ‘ক্লিনজ়ার’ নিয়ে ভাল করে চোখ, চোখের পাতা মুছে ফেলুন।
এ ক্ষেত্রে নামী সংস্থার প্রসাধনী ব্যবহার করাই ভাল। কৃত্রিম পল্লবের আঠা ও জেল থেকে ‘কনট্যাক্ট ডার্মাটাইটিস’ হতে পারে। এই রোগের কারণে ত্বকে জ্বালা, চুলকানি, লালচে র্যাশ হতে পারে। চোখের পাতার উপরে ফোলাভাব, ফুসকুড়ি দেখা দিতে পারে। কৃত্রিম পল্লব খোলার জন্য যে ধরনের ‘রিমুভার’ দোকানে পাওয়া যায়, তাতেও থাকে রাসায়নিক। এই রাসায়নিক থেকে কর্নিয়ার ক্ষতি হয়ে যেতে পারে। কৃত্রিম পল্লব ব্যবহারের সময় হাত অপরিষ্কার থাকলে কিন্তু সংক্রমণের ঝুঁকি বাড়ে।