Celebrities Fitness Expenses

ফিট থাকতে বি-টাউনের তারকাদের মাসিক খরচ কত? কী বলছেন সোনু সুদের প্রশিক্ষক

পেশাগত কারণে অভিনেতা, অভিনেত্রীদের ফিট থাকতে হয়। কিন্তু ফিটনেসের জন্য মাসে কত টাকা খরচ করেন বলি-তারকারা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩
Share:

তারকারা ফিটনেসের জন্য মাসে কত খরচ করেন? কী বলছেন সোনু সুদের প্রশিক্ষক? ছবি: সংগৃহীত।

বলি তারকাদের ফিটনেস, সৌন্দর্য সব সময়েই থাকে চর্চায়। তাঁরা কী খান, কী ভাবে শরীরচর্চা করেন তা নিয়ে কৌতূহলের শেষ থাকে না ভক্তদের। মাঝেমধ্যে অনুরাগীদের জন্য জীবনযাপনের গল্প ভাগও করে নেন তাঁরা। খাদ্যতালিকার ছবি দিয়ে পরামর্শও দিয়ে থাকেন।

Advertisement

অনেক তারকার ডায়েট টিপ্‌স হয়তো জানেন, অনুসরণের চেষ্টাও করেন। কিন্তু জানেন কি, ফিটনেসের পিছনে তাঁরা মাসে কত টাকা খরচ করেন?

বি-টাউনের তারকাদের ফিটনেস প্রশিক্ষক যোগেশ ভাতেজা। অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী কঙ্গনা রনৌত, তমন্না ভাটিয়া-সহ অনেক তারকার সঙ্গেই কাজ করেছেন যোগেশ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল ফিটনেসের জন্য তারকাদের মাসিক খরচ কত? যোগেশ বলছেন, ‘‘এক মাসে ২-৫ লাখ কখনও তারও বেশি টাকা ফিটনেসের জন্য খরচ করেন তারকারা।’’

Advertisement

অভিনেতা-অভিনেত্রীদের সুন্দর এবং ফিট থাকতেই হয় পেশাগত কারণে। সে কারণে তাঁরা লক্ষাধিক টাকা ব্যয়ও করতে পারেন। তবে কি ফিট হতে গেলে এত টাকা খরচ করতেই হবে?

যোগেশের কথায়, যে কোনও সাধারণ মানুষকে নিয়মিত খাবার তালিকায় ব্লু বেরি রাখতে বললে, তিনি হয়তো পারবেন না। তবে তারকাদের বিষয় আলাদা কারণ, দৌড়ে টিকে থাকতে প্রতি মহূর্তে তাঁদের নানা রকম মানসিক চাপ, লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়।

খরচের বহর শুনে অনেকেরই মনে হতে পারে, ফিটনেস আপনা থেকেই আসে না। পরিশ্রমের পাশাপাশি মোটা অঙ্কের অর্থেরও দরকার। তবে যোগেশ বলছেন, ডায়েটে ব্লু বেরির মতো দামি ফল না রেখেও ফিট থাকা যায়। এমনকি তাঁর পরামর্শ, তারকাদের খাবার তালিকার অন্ধ অনুকরণেরও কোনও দরকার নেই। ফিট থাকার জন্য এমন অনেক পন্থা রয়েছে, যার জন্য মোটা টাকার প্রয়োজন পড়ে না। ভিটামিনের চাহিদা পূরণে ব্লু বেরির বদলে বেদানাও খাওয়া যায়, প্রোটিনের ঘাটতিপূরণে ডিম-ই যথেষ্ট।

তারকাদের প্রশিক্ষণ পিছু পারিশ্রমিক

ফিটনেসের জন্য মাসে খরচ ২-৫ লাখ টাকা। তার মধ্যে ফিটনেস প্রশিক্ষকেরা কত পারশ্রিমক নেন? যোগেশ জানাচ্ছেন, সেশন পিছু ৩-৫ হাজার টাকা নেন তাঁরা। তবে নির্ভর করে কাজ, সময়ের উপর। কাকে শেখাতে যাচ্ছেন, কত দূর যেতে হচ্ছে ইত্যাদি বিষয়ও থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement