Eyes and Chronic Kidney Disease

ঘুম থেকে উঠে ফোলা চোখও হতে পারে কিডনির রোগের লক্ষণ! আরও ৫ উপসর্গ বিপদের আভাস দিতে পারে

কিডনি যখন সঠিক ভাবে কাজ করতে পারে না, তখন শরীরে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত তরল জমা হতে থাকে। এর প্রভাব পড়ে চোখেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৩:১৪
Share:

কিডনি বিকল হতে থাকলে কোন কোন লক্ষণ ফুটে উঠবে চোখে? ছবি: ফ্রিপিক।

কিডনির রোগের লক্ষণ ধরা পড়ে চোখেও? শুনতে অবাক লাগলেও, এমনটাই জানা যাচ্ছে সাম্প্রতিক কিছু গবেষণায়। ‘ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন’-এর তথ্য বলছে, কিডনির কার্যক্ষমতা কমছে কি না, তার কিছু লক্ষণ চোখ দেখেই বোঝা যেতে পারে। প্রত্যেকের চোখেই এমন কিছু উপসর্গ দেখা দেয়, যা জটিল রোগের ইঙ্গিতবাহী। শুধু সচেতন না থাকার কারণেই পরবর্তী সময়ে গিয়ে বিপদ বাড়ে। কিডনির রোগও তেমনই। কিডনি যখন সঠিকভাবে কাজ করতে পারে না, তখন শরীরে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত তরল জমা হতে থাকে। এর প্রভাব পড়ে চোখেও।

Advertisement

কিডনি বিকল হতে থাকলে কোন কোন লক্ষণ ফুটে উঠবে চোখে?

চোখের চারপাশে ফোলা ভাব

Advertisement

কিডনির রোগের অন্যতম বড় লক্ষণ। প্রাথমিক লক্ষণগুলির মধ্যেও একটি। কিডনি যখন শরীর থেকে অতিরিক্ত তরল এবং সোডিয়াম বার করে দিতে পারে না, তখন এই তরল শরীরে জমা হতে শুরু করে। বিশেষ করে মুখ এবং চোখের চারপাশে তখন ফোলা ভাব দেখা দেয়। একে বলে ‘পাফি আইজ়’। অনেকেরই দেখবেন, ঘুম থেকে উঠে চোখ খুব ফোলা লাগে। সেটি নানা কারণেই হতে পারে। অতিরিক্ত ক্লান্তিতেওও এমন হয়। তবে যদি দেখেন, প্রতি দিনিই চোখে ফোলা ভাব স্পষ্ট হয়ে উঠছে, তা হলে বুঝতে হবে তা ক্রনিক কিডনির রোগের লক্ষণ।

চোখ ফুলে লাল

চোখে যদি ক্রমাগত চুলকানি হতে থাকে, চোখ ফুলে লাল হয়ে ওঠে, তা হলে বুঝতে হবে শরীরে কোনও সমস্যা হচ্ছে। চোখ লাল হয়ে ওঠা মানেই, সব সময়ে তা কনজাঙ্কটিভাইটিসের লক্ষণ নয়। শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হতে থাকলেও এমন হতে পারে।

ঝাপসা দৃষ্টি

কিডনি রোগের কারণে রক্তচাপের হেরফের হতে পারে। রক্তচাপ যদি বাড়ে, তা হলে চোখের রক্তনালিগুলি ছিঁড়ে যেতে পারে। এর রেশ পড়বে রেটিনাতেও। এর থেকে রেটিনোপ্যাথি হওয়ার আশঙ্কা বাড়বে। এই রোগে চোখের রক্তনালিগুলি থেকে রক্তক্ষরণ হয়, ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে।

ছানি পড়া

অতিরিক্ত স্টেরয়েড জাতীয় ওষুধ নিলে এর প্রভাবে ছানি পড়তে পারে। কিডনির রোগে এমন ওষুধ নিতেই হয়। তা ছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিস থাকলে, এর প্রভাবে ডায়াবেটিক রেটিলোপ্যাথির সমস্যা দেখা দেয়, যাতে দৃষ্টি ঝাপসা হতে শুরু করে। এর উপরে কিডনির রোগ হলে তা অকালে ছানি পড়ার কারণ হয়ে উঠতে পারে।

চোখের এই লক্ষণগুলি শুধুমাত্র কিডনি রোগের কারণে না-ও হতে পারে, অন্য অনেক সাধারণ কারণেও দেখা দিতে পারে। তবে, যদি এই লক্ষণগুলি দীর্ঘস্থায়ী হয় তা হলে সতর্ক হতে হবে। কিডনি রোগীদের নিয়মিত চোখের পরীক্ষা করানো উচিত, বিশেষ করে যদি তাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবিটিস থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement