Bruise Causes

সারা শরীরে ঘন ঘন কালশিটে পড়ছে? কোন কোন রোগের পূর্বলক্ষণ হতে পারে?

কোনও আঘাত লাগেনি, অথচ শরীরের নানা জায়গায় কালশিটে পড়ে যাচ্ছে। এমন লক্ষণ মোটেও অবহেলা করার নয়। কেন কালশিটে পড়ছে তার কারণ জেনে রাখা ভাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১২:১৪
Share:

ঘন ঘন কালশিটে পড়ার কারণ কী? ছবি: ফ্রিপিক।

কোনও আঘাত লাগেনি, অথচ বড় বড় কালশিটে পড়ছে শরীরের নানা জায়গায়? হয়তো ঘুম থেকে উঠেই দেখলেন, কনুইয়ের কাছে বা হাঁটুতে বড়সড় একটি কালশিটের দাগ রয়েছে। অনেক সময়ে তাতে ব্যথাবেদনা কিছুই থাকে না। এই রকম ঘন ঘন কালশিটে পড়তে শুরু করলে সাবধান হতেই হবে। হতেই পারে তা কোনও রোগের লক্ষণ।

Advertisement

এই বিষয়ে চিকিৎসক অরুণাংশু তালুকদারের মত, ভাস্কুলাইটিস রোগ হয়ে থাকলে এমন উপসর্গ দেখা দিতে পারে। এটি এক রকমের অটোইমিউন রোগ, যাতে রক্তজালকাগুলি ক্ষতিগ্রস্ত হয়। রক্তপ্রবাহের সময়ে শিরা-ধমনীতে মারাত্মক প্রদাহ হয়। বিশেষ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন হতে পারে। সে ক্ষেত্রেও শরীরের নানা জায়গায় কালশিটে পড়তে পারে।

হিমোফিলিয়া রোগের ক্ষেত্রেও এমন হতে পারে। এই অসুখে আক্রান্তদের শরীরে কোথাও কেটে গেল কিছু ক্ষণ পর ক্ষত জায়গায় রক্ত জমাট বাঁধে না, রক্তক্ষরণ হতে থাকে। সাধারণত রক্তে ‘অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন’ না থাকলে মানুষ হিমোফিলিয়ার শিকার হয়। এমন শারীরিক পরিস্থিতিতেও শরীরের জায়গায় জায়গায় কালশিটে পড়তে পারে।

Advertisement

প্লেটলেট বা অনুচক্রিকার সংখ্যা কমলেও কালশিটে পড়ার লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময়ে ডেঙ্গি, ম্যালেরিয়া ছাড়াও প্লেটলেটের সংখ্যা কমতে পারে। শরীরের ভিতরে রক্তক্ষরণ হতে থাকলে এমন হতে পারে। আবার রক্তাল্পতার কারণেও এমন হতে পারে।

ঘন ঘন কালশিটে পড়া কিন্তু হতে পারে ক্যানসারের লক্ষণ। ব্লাড ক্যানসার বা অস্থিমজ্জায় ক্যানসার হলে কালশিটে পড়ার আশঙ্কা বাড়ে। লিভারের জটিল অসুখ হয়ে থাকলেও এমন লক্ষণ দেখা দিতে পারে। বিশেষ করে লিভার সিরোসিসের ক্ষেত্রে শরীরের নানা জায়গায় ঘন ঘন কালশিটে পড়তে দেখা যায়। ভিটামিন সি বা ভিটামিন কে-র অভাব ঘটলেও কালশিটে পড়তে পারে। চিকিৎসক জানাচ্ছেন, শরীরে ভিটামিন কে-র ঘাটতি হলে এমন উপসর্গ দেখা দেয়।

চিকিৎসা কী?

কালশিটে পড়লে নিজে থেকে ওষুধ খেতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। বরং ঘরোয়া কিছু উপায় কাজে আসতে পারে।

কালশিটের জায়গায় বরফ লাগালে উপকার হতে পারে। একটি পরিষ্কার কাপড়ে কয়েকটি বরফের টুকরো নিয়ে কালশিটে পড়া জায়গায় ১০-২০ মিনিট ধরে রাখুন। এতে ওই জায়গার রক্ত চলাচল স্বাভাবিক হবে।

ভিটামিন কে সমৃদ্ধ ক্রিম লাগালেও কালশিটে দূর হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই জাতীয় ক্রিম নিজে থেকে কিনে লাগাবেন না।

কালশিটের জায়গায় যদি ব্যথা হয়, তা হলে সেখানে অ্যালো ভেরা জেল লাগালে প্রদাহ কমতে পারে। তবে আগে শরীরের অন্য কোথাও সামান্য অ্যালো ভেরা লাগিয়ে দেখে নেবেন, অ্যালার্জি হচ্ছে কি না। না হলে, তবেই কালশিটে পড়া জায়গায় তা লাগাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement