Blood

Heart Attack Risk: হৃদ্‌রোগের ঝুঁকি আছে কি না, তা বলে দেবে আপনার রক্তের গ্রুপ!

হৃদ্‌রোগের আশঙ্কা আছে কি না, তা সব সময়ে আগে থাকতে বোঝা যায় না। রক্তের গ্রুপ দেখে কী ভাবে তা জানবেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ০৮:০৩
Share:

সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, রক্তের গ্রুপ বলে দেবে হৃদ্‌রোগের ঝুঁকি আছে কি না। ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অত্যধিক মানসিক চাপের কারণে হৃদ্‌রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, রক্তের গ্রুপ বলে দেবে হৃদ্‌রোগের ঝুঁকি আছে কি না।

Advertisement

রক্তের গ্রুপ পজিটিভ হবে না কি নেগেটিভ, তা নির্ভর করে লোহিত রক্তকণিকায় প্রোটিনের উপস্থিতি বা অনুপস্থিতি। রক্তকণিকায় প্রোটিনের উপস্থিতি থাকলে রক্তের গ্রুপ হবে পজিটিভ। আর রক্তে প্রোটিন না থাকলে রক্তের গ্রুপ হবে নেগেটিভ।

যাঁদের রক্তের গ্রুপ ‘ও’,তাঁরা হলেন সর্বজনীন দাতা। ‘এবি’ রক্তের গ্রুপের মানুষেরা সর্বগ্রহীতা।

Advertisement

‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এর এক পত্রিকায় প্রকাশিত সমীক্ষা অনুসারে, ‘এ’ এবং ‘বি’গ্রুপের রক্তের মানুষের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। ‘ও’ গ্রুপের রক্তের মানুষের উচ্চ রক্তচাপ বা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তুলনামূলক ভাবে কম।

‘এ’ এবং ‘বি’গ্রুপের রক্তের মানুষের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। ছবি: সংগৃহীত

হৃদ্‌রোগের পাশাপাশি ‘এ’ গ্রুপের মানুষদের স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে।

গবেষণায় আরও উঠে এসেছে ‘ও’ গ্রুপ ছাড়া ‘এ’, ‘বি’ ও ‘এবি’ রক্তের গ্রুপের মানুষদের মধ্যে হৃদ্‌রোগের ঝুঁকি সবচেয়ে বেশি। প্রায় ৪ লক্ষ মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, যাঁদের রক্তের গ্রুপ ‘এ’ও ‘বি’, তাঁদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৮ শতাংশ বেশি। ‘এ’ রক্তের গ্রুপের মানুষদের কোলেস্টেরল থাকলে হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেক বেশি থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন