Tea

Milk Tea: রোজ সকালে এক কাপ দুধ চা খান? কী হয় এর ফলে

অনেকেই আছেন দুধ চায়ে কিছুটা আদা মিশিয়ে নেন। তাতে উপকার হবে বলেই মনে করেন। কিন্তু এই অভ্যাসের কারণে কিছু ক্ষতিও হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩০
Share:

সকালে ঘুম থেকে উঠে দুধ চা খেলে কী হয়?

সকাল শুরুই হয় না বেশি করে দুধ, চিনি দেওয়া এক কাপ চা না খেলে! এ কথা এখনও মুখে মুখে ফেরে। কেউ বা যদি ভুল করে এক দিন চায়ে দুধ না দিলেন, দিনটাই যেন কালচে দেখাতে শুরু করে। কিন্তু রোজ সকালের এই সাধের পানীয় কি যত্ন নিচ্ছে শরীরেরও?

Advertisement

জেনে নিন সকালে ঘুম থেকে উঠে দুধ চা খেলে কী হয়?

১) অনেকেই আছেন দুধ চায়ে কিছুটা আদা মিশিয়ে নেন। তাতে উপকার হবে বলেই মনে করেন। কিন্তু এই অভ্যাসের কারণে পেটে বায়ু জমতে পারে সহজে। তার থেকে পেট ব্যথা হতে পারে।

Advertisement

দুধ চা রোজ খালি পেটে খেলে হজমের সমস্যাও হতে পারে।

২) খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসারও হতে পারে।

৩) চায়ে থাকে ট্যানিন। চা দুধের সঙ্গে মিশলে ট্যানিন আরও সক্রিয় হয়ে ওঠে। তার ফলে দুধ চা খেলে ট্যানিন নানা ধরনের দাগ-ছোপ সৃষ্টি করে। বিশেষ করে দাঁত হলুদ হয়ে যেতে পারে।

৪) দুধ চা রোজ খালি পেটে খেলে হজমের সমস্যাও হতে পারে।

৫) পেট ফেঁপে যেতে পারে দুধ চা খেলে। তার থেকেও সারা দিন অস্বস্তি হতে পারে।

৬) সারা দিন বার বার দুধ চা খেলে অনিদ্রার সমস্যাও হয়।

ফলে রোজ দুধ চা না খেয়ে সাধারণ লিকার খাওয়ার অভ্যাস করতে পারেন। তা হলে কিছু সমস্যা এড়িয়ে চলা যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন